একটু বড় হওয়ার পর খেতে খেতে বই পড়ার অভ্যাস হলো, একা একা খেতে হলেই একটা বই নিয়ে বসতাম। কিছু না পেলে খাবারের প্যাকেটে লেখা নিউট্রিশন ফ্যাক্টসে চোখ বুলানো হতো। (এখনও হয়
)। আর ছোটবেলায় পড়াশুনায় খারাপ করার একটা কারণ ছিলো এই বই। পড়ার বইয়ের নিচে গল্পের বই রাখা রুটিনমাফিক কাজ ছিলো। এই জিনিষটাতে অবশ্য বেশি ভালো ছিলাম না, মা ধরে ফেলতো অনেক সময়।ঘুমানোর আগে বই পড়া কবে শুরু করেছি মনে নেই। এক সময় বই না থাকলে ঘুমই আসতো না। মাঝে মাঝে যদিও উলটোটা হতো! খুব ভালো কোন বই নিয়ে পড়ে থাকলে বই শেষ না হওয়া পর্যন্ত শান্তি হতো না। এ নিয়ে অনেক সমস্যা হয়েছে। আমি আর আপুনি এক রুমে থাকি, যতদূর মনে পড়ে, সব সময় এক রুমে থেকে এসেছি। ও যেহেতু আমার থেকে বড়, সেহেতু ওর সুবিধা অনুযায়ী বাতি জ্বলে/নিভে। আমি যে মুহূর্তে খুব উত্তেজনাকর কোন জায়গায় আসব, সেই মুহূর্তেই শুনব - "আপু, লাইটটা অফ করে দাও না প্লিজ..।" বড়দের মান্য করাই আমার স্বভাব
, তাই বেশিরভাগ সময় লাইট নিভিয়েই দেই। অন্য রুম থেকে আলো আসতে থাকলে চোখ বড় বড় করে পড়ার চেষ্টা করি (চোখগুলা যে এখনও কেন ঠিক আছে, সেটাই রহস্য), না হলে থাকি পরের দিন সকালের অপেক্ষায়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



