1। মীরা রান্না করতে ভীষন পছন্দ করে। কলার কেক নামক এক বস্তু সে ফাটাফাটিভাবে বানাতে পারে। তাছাড়া অবশ্য রেসিপি ছাড়া যে কোন বিপুল উৎসাহের রান্না খাওয়ার উপযোগী হয় না। এ ব্যাপারে সে কথা বলতে বেশি একটা পছন্দ করেনা।
2। খুব জরুরী কথাগুলো সে সব সময় ভুলে যায়। যাকে বলার কথা তার সাথে স্বাভাবিকভাবে কথা বলে যেতে থাকবে। পৃথিবীর অন্য সব বিষয় নিয়ে কথা হবে। কিন্তু জরুরী কথাটা আর বলা হবে না।
3। মীরার কবিতা লেখার রোগ শুরু হয় 4/5 বছরে। প্রথম কাব্য: "ভাই, ভাই, ভাই/ চল স্কুলে যাই,/স্কুল থেকে আসি,/মাকে ভালোবাসি।" স্কুল থেকে আসার সাথে মাকে ভালোবাসা কেন দিয়েছি আল্লাহই জানে!
(এর আগেও অবশ্য দুই লাইন ছড়া বানিয়েছিলাম। তবে ওটা বলবো না।)
4। মীরা শাড়ি পড়তে খুব পছন্দ করে। এ জিনিষটাতেও সে খুব একটা ভালো না।
5। তার সারা পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে আস্তমেয়ে। ঐ মেয়েটাকে ও এতো পছন্দ করে কেন নিজেও জানেনা। কিন্তু করে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



