ক্লাস নাইন থেকে ধরা বাধা কোন ক্লাস নেই। ভিন্ন ভিন্ন মেয়েদের সাথে ক্লাস। যদিও আমার তিনজন বন্ধু ছিলো বেশিরভাগ ক্লাসেই, অন্যদের সাথেও কাজ করতে হয়েছে। যাদেরকে আগে অনেক দুরের ভাবতাম, তারা কাছে চলে এসেছে। আরেকটা জিনিষ, এ বছর মনে হয় নিয়ম ভাঙাটা এতও ভয়ংকর মনে হয় নি। অহরহ ভাঙা হয়েছে, বিভিন্ন কারণে। 'গায়ে লাগা' কমে এসেছে।
15 বছর হওয়ার 15 দিন আগে একটা কাজ করেছি, যা নিয়ে পরে অনুতপ্ত হতে হয়েছে। কাজটা করার পর অবশ্য মনে হচ্ছিলো, এবার বড় হয়ে গেলাম নাকি? কিন্তু পরে অবশ্য বুঝেছি ধারনা ঠিক ছিলো না। এখান থেকে শিক্ষা: বন্ধুদের পাল্লায় পড়ে কিছু করতে নেই। যা করবে, ভেবে-চিন্তে করবে।
দশই এপ্রিলের ভোরে উঠে খুব কান্না আসছিলো। বুঝতে-পারছিনা-কেন কান্না। স্কুলে গিয়ে বন্ধুদের সাথে বেশ মজা হলো। জন্মদিন উপলক্ষ্যে কিছু সুন্দর উপহারও পেলাম। বাসায় এসে মার কাছ থেকে ফোন - শুভ জন্মদিন, আজকে বিকেলে আমার সাথে বের হবে?' মা সকালের তাড়াহুড়োয় কিছু বলতে পারেনি, তাই খারাপ লাগছিলো। মা নরম এক জোড়া স্যন্ডেল কিনে দিলো। বাসায় এসে দেখি আরও জিনিষ অপেক্ষা করছে - পুতুল, 'আই লাভ ইউ' লেখা; ও কার্ড। মার কাছ থেকে এরকম কিছু আশা করিনি, তাই আবার চোখে পানি চলে এসেছিলো। রুমে ঢুকে দেখি বিছানার উপর একটা বই। ভেতরের নোট দেখে বুঝলাম আপুনি ও ভাইয়ূ্যনের দেওয়া। শিক্ষা: এতো মানুষ আমাকে ভালোবাসা সহ কিছু দিলো, আমি ওদেরকে একটুও দিতে পারি? ভালোবাসা হৃদয়ে আছে, কিন্তু তা প্রকাশ করার ক্ষমতাটা ব্যবহার করি? দঃরা যাক মার কথা - তিনি যে আমার জন্য এতো কিছু করছেন, দিনের মধ্যে তার ক'টা কথা শুনি?
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




