লেখক: ড. অশোক বিশ্বাস। প্রকাশক: গতিধারা। ISBN: 978-984-8945-17-9। প্রথম প্রকাশ: মাঘ ১৪১৭, ফেব্রুয়ারি ২০১১ এর বইমেলা। প্রচ্ছদ: সিকদার আবুল বাশার। পৃষ্ঠা সংখ্যা-৪৯৬। মূল্য: ৫০০টাকা।
ঐতিহাসিককাল থেকে সমাজ-সংস্কৃতি-অর্থনীতি-রাজনীতি ও বাংলাদেশের ভৌগোলিক গঠনে নদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদেশের মাটি ও মানুষের সাথে নদী ওতপ্রোতভাবে সম্পৃক্ত। মাটি ও মানুয়ের সৃষ্টি-স্থিতি-ধ্বংস অনেকটা নদীর হাতে। সেজন্য নদীকে ঘিরে তৈরি হয়েছে অনেক রুপকথা, কিংবদন্তি, ছড়া, কবিতা, গল্প, কথাসাহিত্য। ড. অশোক বিশ্বাস বাংলাদেশের নদীকোষ গ্রন্থে এইসব বিষয় তুলে আনতে সক্ষম হয়েছেন।
নদ নদীর মধ্যে কোন পার্থক্য আছে কিনা, বাংলার ইতিহাসে নদীর ভূমিকা, নদীখাত পরিবর্তনের ফলে বাংলাদেশের মাটি ও মানুষের জীবনে যে পরিবর্তন হয়েছে তা তুলে এনেছেন সফলভাবে। নদীভরাট, নদীভাঙন, বন্যা ও তার প্রভাব সম্পের্কে এ গ্রন্থে সার্বিক বিশ্লেষণ রয়েছে। এছাড়া প্রতিবেশী দেশের আন্ত:নদীসংযোগ প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের সম্ভাব্য সমস্যাসমূহ কি হতে পারে এর অনুপুঙ্খ বিশ্লেষণ রয়েছে গ্রন্থটিতে।
সবকিছুর উপর এ গ্রন্থের বিশেষ দিক হলো- এখানে বর্ণানুক্রমিকভাবে ৫৩০টিরও অধিক নদী সম্পর্কে উপস্থাপিত হয়েছে অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ তথ্যাবলী।
ড. অশোক বিশ্বাস
ড. অশোক বিশ্বাস ১০মে ১৯৭১ ঝিনাইদাহ জেলার কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ভূগোল ও পরিবেশবিদ্যা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিউট অব বাংলাদেশ স্টাডিজ থেকে Impact Of Poverty Alleviation Programs On Environment: A Study Of Jessore District বিষয়ের ইপর পি-এইচ.ডি অর্জন করেন। তিনি ২০০১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করে কর্মরত আছেন।
ড. অশোক বিশ্বাস এর প্রকাশিত গ্রন্থ:
১. বাংলাদেশের রাজবংশী:সমাজ ও সংস্কৃতি (বাংলা একাডেমী, ২০০৫)
২. বুনো (সোসাইটি ফর ইনভায়রনমেন্ট এন্ড হিউম্যান ডেভলপমেন্ট, ২০০৮)
৩. বাংলা ভায়ায় ভোটবর্মী ভায়ার প্রভাব (বাংলা একাডেমী, ২০০৮)
৪. বাংলাদেশের নদীকোষ (গতিধারা,২০১১)
ব্যক্তি জীবনে সহধর্মিনী যূথিকা বিশ্বাস, দুই কন্যা অরুদ্ধতী বিশ্বাস অর্ণা ও অপরাজিতা বিশ্বাস অর্পাকে নিয়ে তার সুখী সংসার।
তথ্যসূত্র- নদীমাতৃক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




