
তুমি হেঁটে যাও নাসিকা বরাবর
উত্তর থেকে দক্ষিণের পথ ধরে,
তোমার পথ আগলে দাঁড়িয়ে থাকেন
নিরাকার ঈশ্বর।
তুমি তার এপাশ ফুঁড়ে ওপাশ দিয়ে বেড়িয়ে যাও;
ঈশ্বরের অজানাই রয়ে গেল
চলতি পথে তার সাথে তোমার সঙ্গম হয়ে গেল।
ঈশ্বরের অভিশাপে তোমার মধ্যে জন্মেছে মানবিকতা
ভালবেসেছ মানুষ, পশু-পাখি, কীট আরও কতকি!
যারা ঈশ্বরের পছন্দের তারা শুধু ঈশ্বরকেই ভালবাসেন,
ঈশ্বর তোমার বালৎকার পছন্দ করেননি।
ঈশ্বর সঙ্গমের জন্য রেখেছেন নারী,
ভালবাসার জন্য রেখেছেন প্রেমিকা;
কিন্তু কি আশ্চর্য্য ঈশ্বরের পছন্দের মানুষেরা বালৎকারেই অভ্যস্ত।
তুমিও বালৎকার করেছ তবুও তোমাকে অপছন্দ হল ঈশ্বরের
কেননা তুমি তাকে ভাল না বেসে জীবকে ভালবেসেছ;
একমাত্র ঈশ্বর ছাড়া তুমি কাউকেই বালৎকার করনি।
তোমার কাছে নারী ঈশ্বরের মত পূজনীয়
ঈশ্বর নারীকে অপছন্দ করেন,
কারণ নারী মানুষের অস্তিত্ব রক্ষার চলমান প্রক্রিয়ায়
ঈশ্বরের মতই ক্ষমতাবান।
আর একজন ঈশ্বর পুংলিঙ্গের বলেই
নারীর প্রতি বীতশ্রদ্ধ ও ক্ষমাহীন।
১২ই এপ্রিল ২০১৭
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




