আমরা যারা চাকুরীর জন্য অনলাইন ভিত্তিক চাকুরীর খবর View this link] বিডি জবস সাইটে সিভি বা আবেদন পত্র জমা দেই যাতে এমপ্লয়য়ার রা দেখতে পারে। আমরা যদি হার্ড কপি জমা দেই তার সাথে আমরা অবশ্যই ছবি লাগিয়ে জমা দেই। কিন্তু বিডি জবস ছবি রিকোয়ারমেন্ট হিসাবে যেটি গ্রহন করে সেটি আমাদের অনেকের পক্ষে বানানো সম্ভব হয়। তাই আর সিভি বা আবেদন জমা দেওয়াই হয় না। আজকে আমি দেখাবো কিভাবে ১৫ কেবি'র মধ্যে ছবি মান মোটামোটি ঠিক রেখে ছবিটি সাইজ করা যায়। এরজন্য প্রয়জোন হবে। নকিয়া থার্ড এডিশন এর একটি মোবাইল সেট যেমন : নোকিয়া এন৯৫, এন৭৩ এরকম আরও আছে। যদি আপনার কাছে না থাকে তাহলে যার কাছে আছে তার কাছ থেকে ১০ মিনিটের জন্য চেয়ে নিয়ে আসুন। এনে আপনার পাসপোর্ট ছবি টি মোবাইলে আপলোড করে রাখুন। তারপর মবিওলা ওয়েব ক্যাম এখান থেকে নকিয়া সফটওয়ার টি ডাউনলোড করুন। তারপর আপনার কম্পিউটারে সেটাপ দিন। তারপর সফটওয়ারটি ক্র্যাক করুন। তারপর সিস এক্সেটেনশ যুক্ত সফটওয়ারটি আপনার মোবাইলে সেটাপ দিন। তারপর মোবাইল থেকে মবিওয়ালা ওয়েব ক্যামটিতে প্রবেশ করে ইউএসবি/ব্লুটুথ/ওয়াইফাই দিয়ে কানেক্ট করুন। তারপর আপনার পিসি থেকে মবিওয়ালা সফটওয়ারটি ওপেন করুন। প্রথম ওপেন করতে গেলে কিছু আসলে স্কিপ দিন। এখন আপনার মোবাইল টি এখন একটা ওয়েব ক্যামে রুপান্তরিত হয়ে গেছে। মোবাইল থেকে মবিওয়ালা ওপেন করে ক্যামেরা হিসাবে আপনার মোবাইল থেকে স্ক্রিন সিলেক্ট করুন। এখন দেখবেন আপনার মোবাইল স্ক্রিন টি আপনার কম্পিউটারে দেখা যাচ্ছে। এখন মোবাইল থেকে আপনার কাঙ্খিত পাসপোর্ট ছবি টি ফুল স্ক্রিন দিয়ে ওপেন করুন। তারপর কম্পিউটারে মবিওয়ালা সফটওয়ার থেকে স্ন্যাপসট বাটনে ক্লিক করুন। তারপর C:My DocumentsMobiola Image Files এই ফোল্ডারে ঢুকে দেখুন আপনার ছবি এখানে কপি হয়ে গেছে। যার সাইজ মাত্র ৭ বা ৮ কেবি মাত্র। এই ছবি এডিট করবেন না। এডিট করলে আবার সাইজ বেশি হয়ে যাবে। এই ছবি টি বিডি জবস এ আপলোড করে দিন। হয়ে যাবে ইনসাল্লাহ। আমি কোন পোস্ট ভাল ভাবে করতে পারি না, এরজন্য লেখা গুলা এলোমেলো হয়ে গেছে এর জন্য দু:খিত। কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখুন। জানাতে চেস্টা করব । ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১২ রাত ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




