প্রথম ব্লগিং, তাও আবার বাংলায়। নিজেকে বীর মনে
হচ্ছে কিছুটা। বেশ ছোটোবেলার একটা অপরিপক্ক লেখা তুলে দিলাম পরীক্ষামূলক ভাবে।
তুমি না এসেছিলে না আসবে কোনোদিন
শেষ বেলায় তবু আমি কম্পমান হাতে
দ্রুত লিখে যাচ্ছি প্রথম জবানবন্দী এবং
হয়তো বা শেষ । পরিবর্তনের সুযোগ হয়তো
পাবনা , কাজেই সম্বোধনে তোমার নাম ।
এখন তো স্মৃতির সাহচর্য শুধু , কে দেখেছিল
হৃদয়ের ভাঙ্গন , এখন তো ক্ষীয়মান মৃদু
মোমের আলোয় ভালবাসাকে গলতে দেখা
অবসাদের মুহুর্তে । আর যদি
ভাগ্যের কোন নির্মম পরিহাসে কখনো
দেখা হয় আবার , তবে এড়িয়ে না গিয়ে
সামনে দাঁড়িয়ে সীমিত হাসিতে
জিগ্গাষা করতাম, "কেমন আছো? " এবং
এরপর আমরা আবার হারিয়ে যেতাম ।
যেন তুমি না ছিলে, না ছিলাম আমিও।
**অনেক চেষ্টা করেও বের করতে পারলাম না "জিগ্গাষা " সঠিক বানান লিখতে। কেউ সাহায্য করলে উপকৃত হব ( লিখতে চেয়েছিলাম কৃতগ্গ থাকব
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




