বার্তা২৪ ডেস্ক
ওয়াশিংটন, ১ জুন : গত এক যুগে বিশ্বের ১৩টি দেশে আড়াই শ’র বেশি সাংবাদিক হত্যার বিচার হয়নি। সাংবাদিকদের অধিকার রক্ষায় নিউইয়র্কভিত্তিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)-র একটি রিপোর্টে এ তথ্য বেরিয়ে এসেছে।
সাংবাদিকদের বিচারবিহীন হত্যাকাণ্ডের ১৩ দেশের তালিকায় নাম আছে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান এবং ভারতের নামও।
সংগঠনটির প্রকাশ করা তালিকায় ১৩ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১তম। চতুর্থ স্থানে আছে শ্রীলংকা। তালিকার ষষ্ঠ, সপ্তম স্থানে আছে যথাক্রমে আফগানিস্তান এবং নেপাল। পাকিস্তান এবং ভারতের অবস্থান যথাক্রমে অষ্টম এবং ত্রয়োদশ।
বিচারবিহীন হত্যার কারণে ওইসব দেশে সাংবাদিকরা সত্য প্রকাশে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ব্যহত হচ্ছে সেখানকার সংবাদ মাধ্যমের স্বাধীনতা। ১৩ টি দেশের মধ্যে ইরাক, সোমালিয়া, ফিলিপাইন এবং শ্রীলঙ্কা অবস্থা সাংবাদিকদের জন্য ভয়াবহ হিসেবে চিহ্নিত হযেছে।
২০১০ সালে মেক্সিকোর অবস্থার অবনতি হয়েছে। তবে রাশিয়ায় সাংবাদিকদের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
কমিটির টু প্রটেক্ট জার্নালিস্ট’র নির্বাহী পরিচালক জোয়েল সিমন বলেন, “ অনেক সাংবাদিককেই হত্যার আগে হুমকি দেয়া হলেও তাদের নিরাপত্তায় সরকার কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি “
আইনের দুর্বলতা এবং সরকারের গাফিলতির কারণে হত্যার শিকার সাংবাদিকদের কোনো বিচার হয়নি বলে রিপোর্টে অভিযোগ করা হয়েছে।
অহরহ হত্যার কারণে ওইসব দেশে সাংবাদিকরা স্পর্শকাতর ইসুতে কোনো প্রতিবেদন তৈরি করতে চায় না। স্থানীয় সাংবাদিকদের অনেকেই আবার জীবনের ভয়ে পালিযে বেড়াচ্ছে।
জনসংখ্যা অনুপাতে বিচারবিহীন হত্যা পরিস্থিতির ওপর ভিত্তি করে নিচের ১৩ টি দেশের র্যাংকিং করেছে সংগঠনটি।
ইরাক, সোমালিয়া , ফিলিপাইন, শ্রীলংকা, কলম্বিয়া, আফগানিস্তান, নেপাল, মেক্সিকো, রাশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ব্রাজিল এবং ভারত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




