কত ঘটনা চিত্ত দোলানো নিত্য দিনই হইতেছে
তবু দেশের কতক শূয়োর এখনো ঘুমাইতেছে।
জান গেল, প্রাণ গেল, গেল দেশের মান মর্যাদা শান,
তবু তাদের ঘুম ভাঙিলো না যতই হলো ঘুম ভাঙানোর গান।
ঢাক বাজিলো, বাজি ফুটিলো, ফুটিলো গ্যাসের নল
ঘুম তো তাদের ভাঙিলো না, কে উঠাইবে তাদের তোরাই এবার বল?
হত্যা লুণ্ঠন দুর্নীতির বিচরণ চারিদিক ছড়াইতেছে
কে শুনে কার কথা, শূয়োরগুলো এখনো যে ঘুমাইতেছে
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:২৫