মাঝে মাঝে ভাবি আমার এত দুঃখ ; কিন্তু দুঃখ বিলাস করার কোনো সঠিক পন্থা খুঁজে পাই না কেন— রাতে যখন ঘুমানোর বদলে জগতের আজগুবি চিন্তা করি তখনই এ প্রশ্নের উদয় হয়।
ফেসবুকে স্ক্রলিং এর সময় দেখি কেউ কেউ সিনেম্যাটিক শটে ভিডিওগ্রাফি করে ব্যাকগ্রাউন্ডে দুঃখের গান বা মিউজিক দিয়ে নিজের দুঃখ বিলাস করছে। কি চমৎকার তাদের দুঃখগুলো! এত সুন্দরও কারও দুঃখ হয়? কই আমার তো হয় না। ভিডিওতে দেখানো জানালার পাশে বাইরে তাকিয়ে থাকা, কোনো নির্জন জায়গায় বসে আকাশের দিকে তাকিয়ে থাকা কিংবা রাতে ল্যাম্পপোস্টের নিচে বসে কুকুরের দিকে তাকিয়ে থাকা এসব এস্থেটিক পোজ কিচ্ছুই পারি না আমি৷ আসলে আমি কী পারি তা আজও খুঁজে বের করতে পারি নি। সমসম্ভবত জীবনের অপচয়ে আমি সবার সেরা! না পারি ভিডিওগ্রাফি, না আছে এডিটিং স্কিল! তাই তাদের মতো উচ্চবিত্ত উপায়ে দুঃখ বিলাস করতে পারি না। আমার দুঃখেরও বুঝি দাম রইল না?
আবার এমন এমন দুঃখ বিলাস দেখি যে সাধ্য আছে কিন্তু সাধ নেই অবস্থা। কত বন্ধু, লোকদের দেখি দুঃখে হতাশায় সিগারেট/গঞ্জিকার টানে রিল্যাক্সের শ্বাস ফুঁকতে। কি আফসোস! জীবনে কখনো বিড়ি খাওয়াই শিখি নি। তাদের মত আমার দুঃখগুলোকে সিগারেটের টানে উড়িয়ে দিতে পারি না। মাদক জীবনেও উন্নতির কোনো আশা নেই৷ হা হা!
দুঃখ বিলাসের সর্বোচ্চ পন্থা হচ্ছে আত্মহনন করা কিংবা নিজেকে আঘাত করা। চারিদিকে বাতাসের মত আত্মহত্যার খবর ছড়িয়ে পড়ছে। কিন্তু এসব খবরও আমাকে অনুপ্রাণিত করতে ব্যর্থ! কি অদ্ভুত আমার মন! আর আত্ম আঘাত? আমি নিজের শারীরিক কষ্ট একটু কম সহ্য করতে পারি। হা হা।
আমার দুঃখ বিলাস অত্যন্ত নিম্ন পর্যায়ের। আমার দুঃখ বিলাস দুঃখকে লালন করা পর্যন্ত। দুঃখের স্মৃতি নিয়ে ভাবলে আমার মস্তিষ্কে হরমোনের এত পরিমাণ উত্তেজনা কাজ করে যে আমি সন্দেহ করি পৃথিবীর কোনো তামাক আমাকে দিতে পারবে কিনা! একটু বেশি বলে ফেললাম? আমি দুঃখ নিয়ে চলি। বিলাসিতা করতে গিয়ে ফেলে দিই না কোথাও। জীবন চেনাচ্ছে এই দুঃখগুলো। আমি আমার মত দুঃখী ছিল অথবা মৃত্যু নিয়ে ফ্যান্টাসিতে থাকতো এমন কবিদের কবিতা পড়ি। খুঁজে খুঁজে পড়ি। দুঃখের কথামালা পড়ি, দুঃখগুলোকে আরও শক্তিশালী করে তুলি। আমার একাকী মুহূর্তে এই দুঃখগুলোই সঙ্গ দেয়, মাঝে মাঝে চোখ পরিষ্কারেই সাহায্য করে কিন্তু। দুঃখের উপর বিরক্ত হয়েও উঠি আবার৷ ভাবি আই উইশ বেঁচে না থাকতাম।
কবি কেষ্ট দাস বলেন,
"কথা'রা মনে থাকে, ব্যথা'রা জীবনে"
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২৩ দুপুর ২:১৬