যারা দেশকে ভালোবেশে দেশ ও দশের জন্য কাজ করতে চায় তাদের জন্য জাজপা। যারা একা একা দেশের কাজ করতে গিয়ে হাপিয়ে উঠেছেন তাদের জন্য দলীয় প্লাটফর্ম জাজপা। যারা আওয়ামী-বিএনপি-জামাতের কাজ দেখে হতাশ তাদের রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের জন্য তৃতীয় ধারার দল জাজপা। তৃণমূল থেকে উঠে আসা সৎ ও দেশপ্রেমিক রাজনৈতিক বোদ্ধারা জাগ্রত জনতা পার্টি(জাজপা) এর পরিচালনার সাথে যুক্ত থাকবেন।
জাগ্রতা জনতা পার্টি(জাজপা) এর লক্ষ্য ও উদ্দেশ্যঃ
# সৎ, দেশপ্রেমিক ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশকে সঠিকভাবে পরিচালনা করা।
# দূর্ণীতি ও স্বজনপ্রীতি বন্ধ করে বাংলাদেশের অর্থণীতি পূনর্গঠন করা।
# সুশিক্ষা বিতরণ, নীতি-নৈতিকতার শিক্ষার মাধ্যমে মানবিক জাতি গঠন করা।
# নতুন উদ্যোক্তা তৈরি, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নের মাধ্যমে সোনার বাংলা গড়ে তোলা।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫০