ভাবনায় ভাবনায় দিন
ভাবনায় ভাবনায় দিন যায় ভাবনায় যে আসে আসে না
স্বপ্নে স্বপ্নে রাত যায় আমায় যে ডাকে সে ডাকে না
কি যে হলো কেন ভাবি স্বপ্নের জন্য আধার ভালবাসি
তুমি কি তারা চেন বন্ধু জান কি আকাশের ঠিকানা
চেনকি রাতের পাথি বুকে তার কি বেদনা
কি যে হলো কেন ভাবি স্বপ্নের জন্য আধার ভালবাসি
ভাবনায় ভাবনায় দিন যায় ভাবনায় যে আসে আসে না
কাদতে জানে যে পাহাড় পায়কি ব্যাথা পাথর
তবে কের ঝরনা হয়ে নেমে আসে তার কান্না
কি যে হলো কেন ভাবি স্বপ্নের জন্য আধার ভালবাসি
ভাবনায় ভাবনায় দিন যায় ভাবনায় যে আসে আসে না
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




