গুগল এর আগে মোবাইল ফোনের জন্য 'অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম' বানিয়ে ছিলো ৷ তবে সেটা শুধুমাত্র ফোন সেট তৈরির কাজে স্যামসাং, মটোরোলা এবং এইচটিসি'র মতো বড় বড় কোম্পানিগুলো কাজে লাগাতে পেরেছিল৷ ফলে এবারই প্রথম গুগলের কোন পণ্য সরাসরি সাধারণ মানুষের জন্য বাজারে ছাড়া হলো৷ সংস্থাটির মুখপাত্র মারিও কোয়েরজ 'নেক্সাস ওয়ান' নামের এই মোবাইল ফোনটিকে সুপারফোনের নতুন ধারা হিসেবে অভিহিত করেন৷ তিনি বলেন, ''নেক্সাস ওয়ানে ওয়েব এবং ফোন একসাথেই কাজ করবে৷''
অ্যাড্রয়েড অপারেটিং সিস্টেমেরই সর্বাধুনিক সংস্করণ
গুগল জানিয়েছে, এটি অ্যাড্রয়েড অপারেটিং সিস্টেমেরই সর্বাধুনিক সংস্করণ৷ এটির রয়েছে ৯.৪ সেন্টিমিটারের টাচ স্ক্রিন মনিটর৷ গুগল মূলত এইচটিসি'র সাথে যৌথভাবে এটি উৎপাদন করেছে৷ এটির রয়েছে ১ গিগাহার্জ স্ন্যাপড্রাগন প্রসেসর এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরা৷ ১১.৫ মিলিমিটার পুরু এই ফোনের ওজন মাত্র ১৩০ গ্রাম৷ নেক্সাস ওয়ানের মালিক কোন কিছু টাইপ না করেই পাঠাতে পারবেন এসএমএস৷ কারণ এতে রয়েছে ভয়েস টু টেক্সট সক্ষমতা৷ নির্ধারিত অপশনে গিয়ে প্রয়োজনের কথাগুলো মুখে বললেই সেগুলো লিখিত আকারে পৌঁছে যাবে গ্রাহক ফোনের মনিটরে৷
দাম মাত্র ১৭৯ থেকে ৫২৯ ডলার
গুগল ঘোষণা দিয়েছে, তাদের ওয়েবসাইটে গিয়ে নেক্সাস ওয়ানের অর্ডার দিলে এটির মূল্য পড়বে ৫২৯ ডলার৷ তবে শীর্ষ মার্কিন প্রতিষ্ঠান ভেরিজন কিংবা জার্মান প্রতিষ্ঠান টি-মোবাইলের কাছ থেকে দুই বছরের সংযোগসহ ফোন সেটটি কেনা যাবে মাত্র ১৭৯ ডলারে৷ ইউরোপের বাজারে অবশ্য ভোডাফোনের কাছ থেকেও পাওয়া যাবে এই নতুন ক্রেইজ 'নেক্সাস ওয়ান' বলে জানিয়েছে গুগল৷ প্রথমত যুক্তরাজ্য, সিঙ্গাপুর এবং হংকং-এ পাঠাবে গুগল৷
সংগ্রহ : মুশরিফ রানা ।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




