বাংলাদেশের স্বাধীনতা আমি দেখিনি, বাবার কাছ থেকেই যা শুনেছি, মায়ের তেমন কিছু মনে নেই, তাই সত্তিকারের ইতিহাস সর্ম্পকে আমার যেমন ধারনা নেই তেমনি অনেকের মনে রয়েছে আক্ষেপ নাজানা ইতিহাসের । ব্রিটিশ শাসন, পাকিস্তান আমল সে সর্ম্পকে তেমন কিছু জানিনা, তবে যতটুকু জেনেছি তাতে এতটুকু ধারনা জন্মেছে যে, বর্তমানের চেয়ে ভাল ছিল । অন্তত বিভিন্ন ভাবে বঞ্চিত মানুষ গুলির মধ্যে থেকে যদি কেই কষ্ট করে লেখা পড়া করতো অন্তত বেকার থাকতে হতনা । মাস্টার্স পাশ করে ঝাড়ুদারের চাকুরির জন্যে ৫ লক্ষ টাকা ঘুষ দিতে হতনা, যতটুকু দূর্ভোগ সে আমলে পুহাতে হয়েছে তার চেয়ে বেশী দূর্ভোগ এখন পোহাতে হয় । কেবল পেয়েছি একটি সীমানা, একটি পতাকা । তবে পতাকার ব্যাপারেও আমার একটা খটকা রয়েই যায়, যদি পতাকা বলতে লাল সবুজের কাপড় হয় তাহলে ঠিক আছে, আর যদি পতাকা বলতে আমাদের অস্তিত্ত্বকে বোঝায় তাহলেও রয়েছে প্রশ্ন । পতাকাটা আজ কেবল বিচার পতির যাত্রা পথের জ্যামহীন রাস্তা আর মন্ত্রী মহুদয়ের দামি গাড়ীর সুভা । যাক এসব কথা, স্বাধীন বাংলা হওয়ার পর থেকে যে সব ঘটনা ঘটে যাচ্ছে, বিশেষ করে বিংশ ও একবিংশ শতকে তার থেকে আমাদের দেশের প্রতিটি দলের নেতা, নেত্রীর এক বিচিত্র অভিজ্ঞতা হয়েছে, আজ তারা এটা নিশ্চিত আমারা ছাড়া এদেশের কোন বিকল্প নেই তাই যাই করি সাধারন মানুষ কোথ্থাও যাওয়ার রাস্তা নেই । এই অভিজ্ঞতার আলোকেই আজ হয়তো কিছু স্বার্থবাদি চক্রও বুঝে গেছে আমারা যাই করি আমাদের ছাড়াও রাজনৈতিক দলের কোন গতি নেই, যাই করি কোননা কোন আশ্রয় আমাদের হবেই, একবার নিজেই বিচার করে দেখুননা- শত শত আলোচিত হত্যাকান্ড, বড় বড় আলোচিত ঘটনার মধ্যে একটিরও কি বিচার বা হুদিশ পাওয়া গেছে ? না কেন ? প্রশ্নটা রইল তোলা আপনার জন্যে, বিচার হচ্ছে শত শত সাধারন মানুষের, হচ্চে হাজার হাজার নির্দূশ জনগনের বিচার, হবেও সারা জীবন ।
এই যখন দেশের অবস্থা তখন যদি আমাদের দেশের প্রধান মন্ত্রী একটা ঘোষণা দিতেন আজ আমি দেশের এই অবস্থার প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করব, আর যদি শুনতাম বিরোধী দলীয় নেত্রী সংবাদটি শুনে গিয়েছেন প্রধান মন্ত্রীকে অনুরোধ করতে তবে অপনারা কি করতেন জানিনা আমি তাদের পা ছুয়ে ছালাম করতাম । আমার বিশ্বাস তাতে তাদের জনপ্রিয়তা হারাতোনা বিন্দু মাত্র ।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




