প্রায় দেড় দশক পর দেশে সাপ্তাহিক ছুটি আবার একদিন হতে যাচ্ছে।
গত কয়েক মাসে হরতালের কারণে কর্মদিবস কমে যাওয়ায় ব্যবসায়ী সম্প্রদায়ের উদ্বেগের মধ্যে এই সিদ্ধান্ত নিচ্ছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি প্রস্তাব বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছে।
প্রধানমন্ত্রী যে কোনো মুহূর্তে এতে স্বাক্ষর করবেন বলে সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পর জনপ্রশাসন মন্ত্রণালয় তা বিজ্ঞপ্তি আকারে জারি করবে।
বিষয়টি চূড়ান্ত হলে সাপ্তাহিক ছুটি হবে শুধু শুক্রবার।
একের পর এক হরতালের ক্ষতি পুষিয়ে দিতে ইতোমধ্যে ব্যাংকের বিভিন্ন শাখা শনিবার খোলা রাখার নির্দেশ দেয়া হয়। সরকারি বিভিন্ন দপ্তরেও কাজ চলেছে শনিবার।
স্বাধীনতার পর দেশে সাপ্তাহিক ছুটি ছিল একদিন এবং তা রোববার। এরশাদ আমলে সাপ্তাহিক ছুটি রোববারের পরিবর্তে প্রথমে শুক্র ও শনিবার করা হয়। পরে তা শুধু শুক্রবার করা হয়।
বিগত আওয়ামী লীগ সরকারের (১৯৯৬-২০০১) সময়ে সাপ্তাহিক ছুটি পুনরায় দুদিন করা হয়।
বিশ্বের প্রায় সব দেশে সাপ্তাহিক ছুটি রোববার হওয়ায় দুদিন ছুটিতে সমস্যার কথা বলে আসছিলেন ব্যবসায়ীরা।
Click This Link
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




