


ভিডিও এবং ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে পুলিশ এর পোর্টেবল স্টিল রড দিয়ে হেলমেট পরিহিত একজন মানুষ রূপধারী জানোয়ার নারীর শরীরে দেহের শর্ব শক্তি প্রয়োগ করে প্রহার করছে! আরেকটু খেয়াল করলেই দেখবেন পুলিশ নির্বিকার দাঁড়িয়ে আছে। পুলিশের লাঠি ওই জানোয়ারের কাছে কিভাবে গেলো? ওই জানোয়ারটা যদি পুলিশ ও হয় তারপরও একজন নারীকে (বা পুরুষ) পশুর মতো মারার কোনো অধিকার ওকে এই দেশের আইন দেয়নি। এই জানোয়ার তা ক্ষভাবেই পুলিশ নয় এটা ডাইনি রানীর পালা হায়নার একটি!
দেশটা আসলে কোথায় যাচ্ছে? ৭১ এর পর আমরা কী মেরুদণ্ডহীন কাপুরুষ জাতিতে পরিণীত হয়েছি? নিজের ভয়ে নিজের পরিবার এর ভয়ে দেশের মানুষ আর কতদিন এই অন্যায় অবিচার সহ্য করবে?
ওই নারীর শরীরে স্টিল এর রড দিয়ে যে প্রহার করা হয়েছে সেটা সমগ্র বাংলাদেশের ওপর আঘাত! এখনও যারা এই নিকৃষ্ট কার্যকলাপ এর প্রতিবাদ না করছেন, তারা মেরুদন্ডদহীন-ক্লীব।
আর যে কুলাঙ্গার গুলো এখনো ইনিয়ে-বিনিয়ে এই ডাইনি রানির সরকার এবং ওর নিকৃষ্ট কর্মকাণ্ডের সাফাই গাইতে আসবে তাদের উদ্দেশে বলছি; তোরা আর মানুষ নেই, আগে তোর মানুষ হ! তারপর তোদের কথা শুনব।
সংবাদ সূত্র:
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



