যেখানে নৈতিকতা নাই সেখানে স্বার্থই প্রধান ।
কারও নৈতিকতাকে দুর্বলতা ভেবনা, তাহলে তুমি হবে মূর্খদের অন্যতম ।
যার কোন ভালো বৈশিষ্ট নেই, সেই তো বলতে পারে তার কোন ধর্ম নেই...... কারণ বৈশিষ্ট মানেই তো ধর্ম ।
জীবনবাদী মানেই বস্তুবাদী নয় ।
নিজের অপারগতাতে অপরের দয়া সদৃশ হস্তক্ষেপ রোধ করুন ।
আপনার যেটা প্রকৃত দরকার শয়তান সেটা সস্থা করে দেয়, যাতে মুখ ফিরিয়ে নেন ।
যেটা পারবেননা সংকল্প হয়েছেন সেটা কিছু দিনের জন্য নিরব রাখুন, আবর নেমে পডুন ।
প্রিয় মানুষের কাছেও নিজের অতি সরলতা প্রকাশ করবেন না ।
যতই আন্তরিক হউননা কেন, নিজের ব্যক্তিত্বের দিকে নজর রাখুন ।
ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য....... কারো উক্তির সাথে মিললে এটা একটা কাকতালীয় ব্যাপার ........।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




