somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

8-| একদম ফ্রিতে যেভাবে তৈরি করবেন একটি ওয়ার্ডপ্রেস ব্লগ ~~(পর্ব:৪)~~ ওয়ার্ডপ্রেস আপলোড, ফাইলজিলা ইন্সটলেশন এবং ওয়ার্ডপ্রেস সেটাপ B-) :D :-B

১০ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিরিজ পোস্ট নেভিগেশন প্যানেল:
✎ ১। একদম ফ্রিতে যেভাবে তৈরি করবেন একটি ওয়ার্ডপ্রেস ব্লগ ~~ (পর্ব:১)~~ ওয়ার্ডপ্রেস পরিচিতি ও প্রয়োজনীয় কিছু অ্যাপ (ব্লগ তৈরির পূর্ব প্রস্তুতি)
✎ ২। একদম ফ্রিতে যেভাবে তৈরি করবেন একটি ওয়ার্ডপ্রেস ব্লগ ~~(পর্ব:২)~~ ডোমেইন হোস্টিং সেটাপ দেওয়ার পদ্ধতি
✎ ৩। একদম ফ্রিতে যেভাবে তৈরি করবেন একটি ওয়ার্ডপ্রেস ব্লগ ~~(পর্ব:৩)~~ ওয়ার্ডপ্রেস ডাউনলোড ও কনফিগার করা
✎ ৪। একদম ফ্রিতে যেভাবে তৈরি করবেন একটি ওয়ার্ডপ্রেস ব্লগ ~~(পর্ব:৪)~~ ওয়ার্ডপ্রেস আপলোড, ফাইলজিলা ইন্সটলেশন এবং ওয়ার্ডপ্রেস সেটাপ

গত পর্বে আমরা wp-config.php ফাইলটি এডিট করা দেখেছিলাম। আজকে গত এডিটের ছোট্ট সংশোধনী রয়েছে। সেটা দিয়ে শুরু করে আমরা ওয়ার্ডপ্রেস আপলোড করে হোস্টে ওয়ার্ডপ্রেস ইন্সটল করব। আজকের কাজটি তুলনামূলক অনেক সহজ। তাহলে শুরু করা যাক।

►►►►►সংশোধনী◄◄◄◄◄

■ গত পর্বে wp-config.php ফাইলটিতে DB_HOST এর ডানপাশে yoursite.tk দেওয়ার কথা বলা হয়েছিল। এটা সম্পূর্ণ ভুল এবং সঠিক হবে mysql.dhmart.info। কারণ ঔখানে MySQL Database এর হোস্ট চাওয়া হয়েছিল কিন্তু আমি দিয়েছি সাইটের নাম। অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখিত। মাত্র তিনটি স্টেপে সমস্যাটি সমাধান করা যাবে।

■ প্রথমে ওয়ার্ডপ্রেস ফোল্ডারে গিয়ে wp-config.php ফাইলটি Notepad++ এ ওপেন করুন:



■ এখন DB_HOST এর ডানে দেখুন আপনার সাইটের নাম দেওয়া আছে, ঔটা মুছে mysql.dhmart.info লিখে দিন:



■ উপরের অপশন থেকে Save বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন:



কাজ শেষ।

►►►►►►FTP অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ◄◄◄◄◄

✔ ওয়ার্ডপ্রেস FileZilla দিয়ে আপলোড করতে হলে FTP access জন্য কিছু তথ্য লাগবে। তাই আপনি Dhmart এ গিয়ে লগিন করুন, FTP Access এ ক্লিক করুন:



✔ সকল তথ্যগুলো কপি করুন এবং একটি নোটপ্যাডে রেখে দিন (বারবার আপলোড করতে যেন dhmart এ লগিন না করতে হয়)



✔ নোটপ্যাডে সেভ করা FTP Access এর যাবতীয় তথ্য:



✔ তথ্য থাকুক এবার আমরা ফাইলজিলা ডাউনলোড ও ইন্সটল করব।

►►►►►ফাইলজিলা ইন্সটলেশন ও কনফিগারেশন◄◄◄◄◄

এখান থেকে ফাইলজিলা ডাউনলোড করুন, ডাউনলোড শেষে ওপেন করুন ও I Agree চাপুন:



■ Next দিয়ে Install চাপুন তাহলে সেটাপ হতে থাকবে (ইন্সটলেশন সহজ বিধায় সব স্ক্রিনশট দেওয়া হল না):



■ Start FileZilla now এ টিক দিয়ে Finish বাটনে চাপুন:



■ ফাইলজিলা ওপেন হলে OK চাপুন:



■ Edit>Settings এ যান:



■ Timeout in seconds এর ঘরে 0 বসিয়ে Ok চেপে আসুন:



গুরুত্বপূর্ণ অংশ!
Host: এর বক্সে আপনার সাইটের ঠিকানাটি লিখবেন যেমন আমার ক্ষেত্রে thisismynewblog.tk
Username: FTP Access থেকে FTP Username পেয়েছেন নিশ্চয়ই। সেটা কপি করে ইউজারনেম এর বক্সে বসিয়ে দিন

Password: এখানে FTP password টা বসান এটা সাধারণত dhmart.info এর লগিন করার পাসওয়ার্ড হয়। না মনে থাকলে সমস্যা নাই, নতুন পাসওয়ার্ড দেওয়ার ব্যবস্থা আছে :)

Port: এটা ফাঁকা রাখলেও হবে অথবা আপনার FTP Access এ যে পোর্ট দিয়েছে সেটা দিলেও হবে। সাধারণত এটা 21 হয়।

[কোন জিনিসটা কোথায় হবে সেটা না বুঝলে আপনি স্ক্রিনশট টি দেখুন। বড় করে দেখতে রাইট ক্লিক করে View image এ টিপুন]



■ সব ঘর পূরণ করা হলে Quickconnect এ ক্লিক করুন:



■ কুইক কানেক্ট দেওয়ার পর যদি Status: Directory Listing successful আসে এবং ডানে public_html নামক ফোল্ডার দেখতে পান তাহলে বুঝতে হবে আপনি সঠিকভাবে FileZilla কনফিগার করতে পেরেছেন ও ওয়ার্ডপ্রেস আপলোড করার জন্য আপনি প্রস্তুত:



■ যদি ওটা না এসে লাল কালিতে এরর দেখায় তাহলে বুঝতে হবে আপনার দেওয়া তথ্য ভুলও হতে পারে।
তাই প্রথম কাজ হল Host এর বক্সে আপনার সাইটের নাম ঠিকঠাক লিখেছেন কিনা?
ইউজারনেমটি মিলিয়ে দেখুন তা ঠিক আছে কিনা?
পাসওয়ার্ড মিলানোর উপায় নেই তাই এটাতে সমস্যা থাকতে পারে। তারপরও যদি কয়েকবার পাসওয়ার্ড লিখেও আপনি কানেকশন না পান তাহলে পাসওয়ার্ডেই সমস্যা।

■ পাসওয়ার্ডে সমস্যা মনে হলে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। আপনি আবার dhmart এ গিয়ে লগিন করুন, FTP Access এ যান:



■ Change account password এ ক্লিক করুন:



■ দুইবার নতুন পাসওয়ার্ড দিন ও Change বাটনে ক্লিক করুন:



■ যদি এইরকম কিছু আসে ও আপনার নতুন পাসওয়ার্ড দেখায় তাহলে বুঝা যাবে আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়েছে এবং এই পাসওয়ার্ড ব্যবহার করে FTP connect করবেন:



■ হোস্ট, ইউজারনেম ও নতুন পাসওয়ার্ড বসিয়ে Quickconnect এ ক্লিক করুন। এবার সঠিকভাবে কানেক্ট হলে ডানপাশে public_html এর ডিরেক্টরি দেখবেন। সেটার বামে একটা প্লাস চিহ্ন আছে। সেটাতে ক্লিক করে ভিতরের public_html ফোল্ডারটি মুছে দিন:



■ Confirmation message আসলে Yes চাপুন:



■ কাজের সুবিধার্থে wordpress টা ডেস্কটপে রাখতে পারেন, তা না রাখলে যেখানে রেখেছিলেন সেখানে গিয়ে wordpress ফোল্ডারটির উপর ক্লিক করুন, নিচে দেখবেন ফোল্ডারটির ভিতরে যেসব ফাইল আছে তা দেখাচ্ছে। সেগুলো Ctrl ও A চেপে সিলেক্ট করে ড্র্যাগ করে public_html ফোল্ডারে এনে কার্সর ছেড়ে দিন:



■ নিচের বামের Queue তে মোটামুটি ১১ মেগাবাইট দেখাবে যেটা আপলোড করা লাগবে। এসময়ে আমার পরামর্শ হল পিসিটাকে রেখে দিয়ে আপাতত একটু ঘুরে আসুন কারণ ১১ মেগাবাইট আপলোড হতে কিছুটা সময় লাগবে আর এসময়ে নেট ব্যবহার না করাই ভাল তাহলে আপলোড বিঘ্নিত হতে পারে।



■ সবফাইল ঠিকমত আপলোড হলে Queue:empty দেখতে পাবেন ও ডানপাশে সব ফাইল দেখা যাবে।

■ যদি ঠিকমত আপলোড না হয় এবং কানেকশন বিচ্ছিন্ন হয়, তাহলে FileZilla ক্লোজ করে দিন, স্টার্ট মেনু থেকে আবার ওপেন করুন, হোস্ট, ইউজারনেম এবং পাসওয়ার্ড বসান, Queued files এর মধ্যে যেসব ফাইল আপলোড হয় নি সেগুলো দেখাবে। সবগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করে Queue এ দিলেই আপলোড শুরু হবে:



আপলোড হওয়া শেষ হলে পরবর্তী ধাপগুলো অনুসরণ করুন।

►►►►►►ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন◄◄◄◄◄

■ আপলোড শেষ মানে মনে করুন আপনার সাইট ইন্সটল হয়ে গেল বলে। এবার ক্রোম বা ফায়ারফক্স ওপেন করে yoursite.tk/wp-admin/install.php লিখে এন্টার চাপুন, ফর্মটি ভাল করে পূরণ করে Install wordpress এ ক্লিক করুন:

[এখানে yoursite.tk এর বদলে আপনার সাইট হবে যেহেতু আমার সাইট thisismynewblog.tk তাই আমার ক্ষেত্রে thisismynewblog.tk/wp-admin/install.php]



■ Log In এ ক্লিক করুন:



■ সদ্য দেওয়া ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে Log In করুন:



■ লগিনের পর এই অ্যাডমিন প্যানেল দেখতে পাবেন যেটা দিয়ে পোস্ট করা থেকে শুরু করে সাইটকে রূপবতী ও গুণবতীও করতে পারবেন ;)



■ এবার তো ওয়ার্ডপ্রেস ইন্সটল হয়ে গেল, ব্রাউজারে আপনার সাইটের নাম বসান ও Enter চাপুন। তাহলেই আপনার কাঙ্ক্ষিত সাইট টি দেখতে পাবেন :D



■ এবার আর কী? নিজেই ইচ্ছা করলে গুগলিং করে বিভিন্ন ফিচার অ্যাড করতে পারবেন তাছাড়া আমি তো আছিই। পরবর্তী পর্বে আপনার সাইট এর টুকিটাকি কাস্টোমাইজেশন ও সিকিউরিটি নিয়ে আলোচনা করা হবে।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোন পর্বে। :)

দ্রষ্টব্য: সব ইমেজ হাই রেজোলিউশন, না দেখা গেলে রাইট ক্লিক করে View Image এ ক্লিক করলেই হবে।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৪৩
৩০টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত সোনার ডিম পাড়া হাঁস হারিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৫২



শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র-অপপ্রচার করছেন। ভারত চাচ্ছে বাংলাদেশে একটি অশান্তি হোক। কারণ ভারত একটি মসনদ হারিয়েছে। সোনার ডিম পাড়া হাঁস হারিয়েছে।

আওয়ামী লীগ প্রতিদিন একটি সোনার ডিম পেড়ে নরেন্দ্র... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের এখনই সময়।

লিখেছেন শাহিন-৯৯, ০২ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৮




দেশ এখন বেশ বহুমুখী চ্যালেন্জ মুখাবেলা করছে বিশেষ করে ভারতের মিডিয়াগুলোর সর্বদা মিথ্যচার বেশ অস্বস্থিকর অবস্থা তৈরি হচ্ছে।
বর্তমান সরকার অবশ্য বেশ শান্ত মেজাজে সব কিছু চমৎকারভাবে হ্যান্ডেল করছে তবুও জনপ্রতিনিধির... ...বাকিটুকু পড়ুন

পত্রিকায় শেখ মুজিবের শাসন-আমল ১৯৭২,১৯৭৪

লিখেছেন রাকু হাসান, ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১২:০২



ইতিহাস বহমান নদীর মত। তাকে তার মত চলতে দেওয়াই শ্রেয়। সে নদীতে কেউ পূর্ণার্থে
স্নান কিংবা সে পানি পান করবে না ,সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার । যে বই,ইতিহাস উগ্রবাদ,জঙ্গিবাদ কিংবা... ...বাকিটুকু পড়ুন

অনধিকার চর্চা নয়, শান্তিরক্ষি ভারতে প্রয়োজন

লিখেছেন মোহাম্মদ সজল রহমান, ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫৫

বাংলাদেশে একজন রাষ্ট্রদ্রোহী মামলায় অভিযুক্ত এবং ইসকন সংগঠন থেকে বহিঃস্কৃত ধর্ম প্রচারক বিতর্কিত চিন্ময় কৃষ্ণ দাস, তার মুক্তির জন্য প্রতিবেশী দেশ ভারতের এক শ্রেণীর জনগণ যেভাবে ক্ষেপে উঠেছে, তাতে মনে... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। আমরা উকিলরা কেউ চিন্ময়ের পক্ষে দাঁড়াবো না , না এবং না

লিখেছেন শাহ আজিজ, ০৩ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪২




সাবাস বাংলাদেশের উকিল । ...বাকিটুকু পড়ুন

×