
অনেকেই মনে মনে প্রচন্ড পরিমানে রাগঘোষা বা মন খারাপ করতে পারেন বিএনপির উপরে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে
করি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সিদ্ধান্ত বা কথাগুলো যুক্তিসঙ্গত।
কুকুর যদি আমাকে আপনাকে কামড় দেয় তাহলে কি আমরাও কুকুরকে রিটার্ন কামড়াতে যাবো বা কামড় দিবো ?
না কখনোই তা হবার নয় । যদিও কুকুর মানুষ আর রাজনৈতিক বিষয়টা এক নয় তবুও ক্ষেত্রবিশেষ এক মনে করা যেতেই পারে।
যাই হোক রাজনীতিতে হিংসা প্রতিহিংসা চরিতার্থ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টি শুধু আমাদের দেশেই না
আন্তর্জাতিক ভাবে কম আর বেশি সারা বিশ্বে এক অবস্থা।
তবে আমাদের উচিৎ এখন এই ধরনের প্রতিহিংসার রাজনীতি শিকার
না হয়ে আমাদের আগামী প্রজন্মের জন্য ভালো সুস্থ একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করা। তাতে দেশ ও উন্নত
হবে রাজনৈতিক অবস্থানো উন্নত হবে ।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


