
তুমি মহা কাব্যের কাব্যিনী,
তুমি স্বদেশ জন্মভূমির মমতার স্পর্শ !
তুমি আমার সোনার বাংলা গড়ার সেই মহিমতা,
তুমি আমার সোনার বাংলা গড়ার সেই কবিতা।
তুমি ছিলে,তুমি আছো, তুমি থাকবে !
বিশ্ব জনতা তোমাকে তাদের অনুপেরণায় রাখবে ।
তুমি তোমার নও,
তুমি শুধু আমারো নও,
তোমাকে নিয়ে যে যাই করুক ধারনা,
তুমি কিন্ত সকল স্বদেশ প্রেমীর প্রেরণা ।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




