যদি বলি মাছরাঙার নীল?
কী বলবি তুই, বল?
যদি বলি সবুজ ফড়িং?
ঠোঁট চেপে হাসবি খানিক?
যদি বলি তিনটি শ্বেতকাঞ্চন?
অথবা হলুদ রোদে হঠাত্ বর্ষণ?
যদি বলি তোর হাতের দৃঢ় পাঁচটি আঙুল?
তার মাঝে লুকোনো শীর্ণ উপত্যকা।
আরব্যপোন্যাসের মতো বিস্তৃত
হতো কোন মন্ত্র বলে? আজন্ম বন্ধ দ্বার
দিত খুলে। কে জানে সে বানী?
কোন সাধুসন্ত, কোন মুনিঋষি?
নাকি কোন দুর্লভ নীলকান্তমনি?
অথবা কোন সাধকের একান্ত অগ্নি?
সে মন্ত্রে পাঁচটি একলা পথ যেত খুলে!
ঘাস হয়ে জন্মাতো আমার
পাঁচটি আঙুলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




