সাতশো তিরিশ দিন
কে বলবে এটা চৈত্র মাস,
দাবদাহের নিদারুণ আভাস এ শহরে।
জানিস রাতের স্বপ্নের মত অট্টালিকা
তুলছে ওরা এ রাতেই।
শত শত ইমারতের গল্প!
জানিস তো, পুরনো সড়ক গুলো তে আর টোল নেবে না,
আমরা দু হাত মেলে বেড়িয়ে যাব, ... বাকিটুকু পড়ুন

