এটা তো তেমন কিছু নয়,
একটা স্বাভাবিক বিবৃতি মাত্র,
শেষমেশ জানিয়েই দিলাম।
একটু খানি গলা কেঁপেছিল বৈকি,
সত্যি বলছি, এক বিন্দুও জল ছিল না চোখে!
কোন কারণও ব্যাখ্যা করিনি!
শুধু অসময়ে প্রশ্ন জেগেছিল,
কোন তীরে কাশফুল বেশি সাদা?
তোমার ব্রহ্মপুত্রের, নাকি আমার যমুনার?
ভ্রান্ত মন ঠিকই বুঝে নিল,
আজ মনের গহীনে যখন সবই ধূসর,
সাদা খুঁজে পাই কোথায়, বলো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




