কে বলবে এটা চৈত্র মাস,
দাবদাহের নিদারুণ আভাস এ শহরে।
জানিস রাতের স্বপ্নের মত অট্টালিকা
তুলছে ওরা এ রাতেই।
শত শত ইমারতের গল্প!
জানিস তো, পুরনো সড়ক গুলো তে আর টোল নেবে না,
আমরা দু হাত মেলে বেড়িয়ে যাব,
পকেটের ময়লা নোটে খাব দুপুরের ভাত!
ওদিকে ভূমিধ্বসে মৃত্যু নাকি আরো বেড়েছে,
বেড়েছে আমাদের বাতাসে বিষাক্ত কার্বন।
সাগরের দূর গভীরে হারিয়েছে উড়ালযান,
প্রাণদন্ডের সাজা পেয়েছে শ পাঁচেক ব্রাদারহুড।
এত কাহিনীর দিনে কী করে বলি?
সাতশত তিরিশ দিন আগের দিনে,
দেখেছিলাম প্রথম দুটো শান্ত চোখ!
কী করে বলি, প্রথমেই দেখেছিলাম ভাঙন ধরা চশমার কোণ!
তোর অযুত নিযুত ব্যস্ততায় কী করে বলি, বল?
দিন তো আজ মাত্র সাতশ তিরিশ!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




