নেই আমি ধূমায়িত চায়ের কাপে,
নেই সকালের ব্যস্ত করিডোরে,
নেই দাবি আদায়ের কঠোর আন্দোলনে।
বর্তমান আমি, স্থির চোখে এ স্তব্ধ সময়।
শিরায়, উপশিরায়, প্রতিটি বিন্দু
রক্তপ্রবাহের
এক সরব উত্কণ্ঠায় আমার এ পরাজয়।
নীল খাম ছিঁড়ে সব সাদা কাগজ
গিয়েছে উড়ে,
মেনেছে হার সব হলুদ "ভালোবাসি"
চিরকুটে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




