তোমাকে দুঃখ দিতে চাই না আমি। চাই তোমার থেকে সরে আসতে। তোমার গেয়ো প্রেমের ্তুঘর বাধা্থর স্বপ্নের প্রেম শহরে অচল। মজো! টাইপের প্রেম এখানে বাসা বুনার স্বপ্নহীন এক কৃত্রিম প্রেমময় জীবন এখানে। আছে স্বাধীনতা ভুলে যাবার। যখন তখন বদলে নেয়া যায় প্রেমিকা। আজ তোকে বদলের পালা। আমার আশায় থাকিস নারে।
পত্র লেখার জামেলা নেই, ফোনে প্রেমে পড়েই গায়ের। ফুল কিনে আর কার্ড কিনে, খাবারের বিল আর ট্যাক্সি ভাড়া, জীবনটাও দেউলিয়া, মাঝে মাঝে মন খুজে, যে আমার ঘাসফুল হাসিমুখে নিবে, একটি জামরুল ভাগ করে খাবে। তুই না হয় তেমনই থাকিস। একজন ঘাসফুলের বন্ধু হয়ে।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৬ রাত ৮:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



