কখনো দারুণ ভাললাগা, সুন্দর সব কিছু, পাশাপাশি পথ চলা। ইচ্ছেরা ডানা মেলে, স্বপ্নেরা খুব কাছে আবার কখনো প্রিয় সুখের স্বপ্নেতে হারিয়ে যাওয়া রঙ্গ মাখা বাস্তবতায় কারো আত্নসমর্পন অন্যকারো দীর্ঘশ্বাস..। আশা নিরাশার দোলা চলে প্রতিদিন । তবুও বেচে থাকা, আবারো স্বপ্ন দেখা..। তোমায় নিয়ে কোথায় হারিয়ে যাই...?
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



