শাবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) রোববার দুপুর সাড়ে বারোটায় ক্যাম্পাসে শিবিরের সাথী হিসেবে পরিচিত মুন্সি মুহাম্মদ মিসবাহ ওরফে মিসবাহ উদ্দিন নামের এক সাংবাদিকের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা মানব বন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ‘সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ করায় জনকেন্ঠর সংবাদদাতা আবু তাহের টোটনের বিরুদ্ধে ঘৃণ্য অপপ্রচারের বিরুদ্ধে এবং উপাচার্যের বক্তব্যকে বিকৃতি করে সংবাদ প্রকাশের প্রতিবাদ’ কর্মসূচি থেকে ক্যাম্পাসে প্রথম আলোর শিবিরের ওই সাংবাদিককে অবাঞ্ছিত ঘোষণা ও দৃষ্টিান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চর্চায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের সহকারী অধ্যাপক জহির উদ্দিন আহমদ।
জামাতি প্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়াতে পড়–য়া মুন্সি মুহাম্মদ মিসবাহ উদ্দিন ওরফে মিসবাহ উদ্দিন নামের ওই সাংবাদিকের বিরুদ্ধে প্রকাশ্যে জামায়াত-শিবিরের গুপ্তচরবৃত্তি, বিভিন্ন পত্রিকার ভুয়া পরিচয় দিয়ে শিবির ক্যাডারদের ক্যাম্পাসে একত্র করে দুই ছাত্র হত্যাকান্ডের ঘটনাকে পুঁজি করে বিশ্ববিদ্যালয়ের একমাত্র মুক্তিযুদ্ধের ভাস্কর্য “চেতনা’৭১ ভাঙ্গতে প্রকাশ্যে ইন্ধন দেওয়ার প্রামাণিক অভিযোগ রয়েছে। ২০১১ সালে মুন্সি মিসবাহকে শিবির গুপ্তচরবৃত্তি ও অর্থআত্মসাৎ করার অভিযোগে কার্যনির্বাহী সদস্যরা প্রথম আলো বন্ধু সভা থেকে তাকে বহিষ্কার করে। শাবি সূত্র জানায়, রোববার দুপুর সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে মুন্সি মিসবাহর বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়। এ সময় শিক্ষার্থীরা ‘জনকন্ঠের সাংবােিদকর বিরুদ্ধে অপপ্রচার মানি না মানব না’‘আদু ভাই মুন্সি মিসবাহ তুই রাজাকার তুই রাজাকার’ ‘জামাতি মাদ্রসা পড়–য়া শিবির ক্যাডার মুন্সি মিসবাহকে ক্যাম্পাস থেকে অবাঞ্চিত ঘোষনা করা হোক’ ‘জামাত-শিবিরের দালাল মুন্সির বিচার বিচার চাই’ দাবি সংবলিত প্ল্যাকার্ড বহন করে। মানব বন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজাকারের ফাঁসির দাবিতে আয়োজত “সেক্টর কমান্ডর চত্ত্বরে” সংহতি প্রকাশ করে।। এ সময় সাধারন শিক্ষার্থীরা শিবিরের সাথী মিসবাহসহ শিবিরপন্থি সব সাংবাদিককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ করেন, শিবিরের প্রশিক্ষত সাথী মিসবাহ সাংবাদিকতার আড়ালে বিভিন্ন পত্রিকার ভুয়া পরিচয় দিয়ে শিবির ক্যাডারদের ক্যাম্পাসে সংগঠিত করে বিশ্ববিদ্যালয়ের মূল ভাস্কর্য বিরোধী জনমত গড়ে তুলার কর্মকান্ডেলিপ্ত। সম্প্রতি মুক্তিযুদ্ধের ভাস্কর্য স্থাপনের বিরোধী পক্ষের আন্দোলনের কর্মকান্ডে মদদ দেওয়া ও সংবাদ প্রকাশসহ মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বিভিন্ন কর্মকান্ডে লিপ্ত রয়েছে। এ বিষয়ে জানতে মুন্সি মিসবাহ এর সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করলে তিনি কল রিসিভ করেনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক তার কয়েকজন কাছের মানুষ জানান, ময়দানের চাহিদা অনুসারেই ছাত্রহত্যাকান্ডের সময় কাজ করেছে। মেসবাহ জামেয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে পাশ করে এসেছে। জনকন্ঠের সাংবাদিক আবু তাহের টোটন জানান, জামাত-শিবিরের কর্মকান্ড সমর্থনকারী মুন্সি মিসবাহ প্রগতিশীল শিক্ষক-সংস্কৃতিক কর্মী ও সাংবাদিকদের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে অপপ্রচার চালিয়ে আসছে। সংবাদিকের নাম ভাঙ্গিয়ে মূলত সে জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে।
এর আগে একইভাবে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে অপ্রচার চালালে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এসব অপকর্মের জন্য শিবিরের সাথী মিসবার শাস্তি দিতে তদন্ত কমিটি গঠন করেন। ওই সময় (১৫ জানুয়ারী) একাডেমিক ভবন ‘এ’ এর প্রাঙ্গনে মুন্সি মেসবাহ এর শাস্তির আয়োজিত বিভাগের শিক্ষার্থীদেও অবস্থান ধর্মঘট চলাকালে জনপ্রিয় কথা সাহিত্যিক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় আমাদের সবার খারাপ লাগছে। যে এই কাজটি করেছে সে আজগবি নকল ডকুমেন্ট ছড়িয়ে আমাদের সবাইকে সুনিশ্চিতভাবে এক ধরনের গালি দিয়েছে বলে মনে করি। সিএসই বিভাগের ছাত্র শিক্ষকদের সুনাম ক্ষুন্ন করেছে। যেহেতু ঘটনার সাথে মিজবাহ উদ্দিনের নাম উঠে এসেছে তাই অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া আমি ব্যক্তিগত ভাবে প্রথম আলোর সম্পাদককে বলব বিশ্ববিদ্যালয়ে আপনার এমন একজন প্রতিনিধি রয়েছে যে কিনা শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করছে। আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিন।
উপাচর্যের বক্তব্য বিকৃতি: দৈনিক প্রথম আলোতে উপাচার্য মুক্তিযোদ্ধা অধ্যাপক সালেহ উদ্দিন তার বক্তব্য বিকৃতি করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের নিকট অভিযোগ করেন। এর দায়ভার তিনি নেবেন না। শাবিপ্রবি প্রেসক্লাব কমিটি অনুমোদিত ও অবৈধ্যে এই ধরনের কোন বক্তব্য তিনি দেন নি। এছাড়া প্রতিটি সংগঠন তাদের নিজস্ব সংবিধান অনুযায়ী চলে। এতে উপাচার্য বা প্রশাসনের কোন হাত নেই। তিনি জানান,‘ প্রথম আলোর পরিচয় দিয়ে একজন আমাকে প্রেসক্লাব বিষয়ে জানতে চাইলে, আমি তাকে বলি, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের পরামর্শ অনুযায়ী গঠিত কমিটি কাজ করবে।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ সামসুল আলম জানান, আমাদের উপস্থিতি শাবি প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। এই আহ্বায়ক কমিটিই পূর্ণাঙ্গ কমিটি দিতে কাজ করছে। একই ধরনের কথা বলেছেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক আনোয়ারুল ইসলাম।
//শাবি, ২৪ ফেব্রুয়ারি (বাংলাটাইমস টুয়েন্টিফোর)//এলএইচ/
http://www.banglatimes24.com/?p=163732
সাংবাদিক জড়িয়ে অপপ্রচার প্রতিবাদে শাবিতে মানববন্ধন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
হাদিকে shoot করে লাভবান হলো কে?

শরিফ ওসমান হাদি যিনি সাধারণত ওসমান হাদি নামে পরিচিত একজন বাংলাদেশি রাজনৈতিক কর্মী ও বক্তা, যিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত। তিনি ত্রয়োদশ... ...বাকিটুকু পড়ুন
আধা রাজাকারি পোষ্ট ......

আমি স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমার কাছে একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বা পূর্ব পাকিস্তানের সঙ্গে আজকের বাংলাদেশের তুলনা—এসব নিয়ে কোনো আবেগ বা নস্টালজিয়া নেই। আমি জন্মগতভাবেই স্বাধীন দেশের নাগরিক, কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ইন্দিরা কেন ভারতীয় বাহিনীকে বাংলাদেশে দীর্ঘদিন রাখেনি?

কারণ, কোল্ডওয়ারের সেই যুগে (১৯৭১সাল ), আমেরিকা ও চীন পাকিস্তানের পক্ষে ছিলো; ইন্দিরা বাংলাদেশে সৈন্য রেখে বিশ্বের বড় শক্তিগুলোর সাথে বিতন্ডায় জড়াতে চাহেনি।
ব্লগে নতুন পাগলের উদ্ভব ঘটেছে;... ...বাকিটুকু পড়ুন
বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...
বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকত এলাকায় ইহুদিদের একটি ধর্মীয় অনুষ্ঠানে সমবেত মানুষের ওপর দুই অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিতে গুলি চালিয়েছে। এতে... ...বাকিটুকু পড়ুন
আল্লাহ সর্বত্র বিরাজমাণ নন বলা কুফুরী

সূরাঃ ২ বাকারা, ২৫৫ নং আয়াতের অনুবাদ-
২৫৫। আল্লাহ, তিনি ব্যতীত কোন ইলাহ নেই।তিনি চিরঞ্জীব চির বিদ্যমাণ।তাঁকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না।আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।