হঠাৎ দেখা-র রহস্যময়তা গুলিও যেন অন্যরকম, অন্য কোন ছন্দে গড়া! এতদিন কোথায় ছিল সেই হঠাৎ দেখা হয়ে যাওয়া নতুন কিম্বা পুরানো মানুষ টা?
হঠাৎ দেখা-র পরবর্তী সময় টাই যেন অনেক বেশী হাসফাঁস এর! কতো নতুন অনুভূতিরা ভর করে মাথা-মগজ জুড়ে! কখনো আনন্দ লাগতে পারে, কখনো বা কষ্টেরা চেপে বসে 'সিন্দাবাদ-এর বুড়ো' র মতো!
আনন্দময় হঠাৎ দেখা যদি ঘটেই যায় কারো জীবনে---তবে সে ভাগ্যবান বটে। মস্তিষ্কের ফ্রেমে বাঁধিয়ে রাখেন তারা সেই দেখার সুখস্মৃতি। "ম্যাজিক" এর মতো মনে হতে থাকে দেখা হয়ে যাওয়াট! মনে হ্য়, এতদিন কেনো দেখা হয়নি এই মানুষের সাথে!
আর দুর্দিনের হঠাৎ দেখা-র টানাপোড়েন-এর কষ্ট কতটা অবর্ননীয়...সে আর ভেঙে-চুড়ে নাই বা বলি (কারণ, এমন কষ্ট জীবনেও পাননি এমন মানুষের সংখ্যা কম বলেই মনে হয়!) তবে একটা কথা-- বারবার মনে হতে থাকে হয়তো... কেন হলো এই দেখা! ছকবাঁধা গতানুগতিক জীবনে ..'কেন তুমি এলে'...!?
হঠাৎ দেখায় হতচকিত হ্য় অনেকেই... হবারই তো কথা! সেই দেখা-হোক অনুকূল বা প্রতিকূল পরিস্থিতিতে.. চোখে আর মনে যে ঘোর ধরিয়ে দেয়, ক্যালিডোস্কপিক চিত্র তৈরী করে হাজার বার, হাজার ভাবে, সেটা মনে হয় সত্যি!
আরো সত্যি হলো, আপনার, আমাদের জীবনে কিন্তু এই "হঠাৎ দেখা" দের সাথে দেখা হওয়া কমবে না! কারন, জীবন আর সময় এখন অনেক অংশেই উত্তর-আধুনিক! (উত্তর-আধুনিকতা এবং সম্পর্কের বিন্যাস নিয়ে নাহয় আরেক দিন আরেকটা খারাপ লেখা পড়িয়ে কষ্ট দিব আপনাদের!!)
এই লেখার লেজ বাড়াবো না আর, কারণ এখানে সত্যি বলছি- কোন শিল্প-সাহিত্য করার চেষ্টাও করি নি...বরং এলেবেলে ভাবেই হয়তো বলতে চেয়েছিলাম, জীবনের গতিপথের "হঠাৎ দেখা" দের নিয়ে একটু ভাবিত হবার আছে বৈকি!
এখনো জানি লেখা পড়ে অনেকেই বলবেন "অগোছালো"... বা "থৈ" পাওয়া গেলো না! আমি এই লেখার যাবতীয় ঋণাত্মক দিক স্বীকার করি এবং এটাও জানি এই লেখাটার পরিপক্বতা আরো আসতেই পারে ভবিষ্যতে-আমার বা অন্যকারো লেখাতেও!
আলুথালু কিম্বা সাজানো জীবনের ফাঁকেও যেই মানুষ গুলি কোন কোন "হঠাৎ দেখা"-য় চমকে উঠেন, তারা হয়তো কিছুটা একাত্মতা অনুভব করতেও পারেন এই লেখা পড়ে...
কষ্ট করে এই এলেবেলে লেখাটা যারা পড়লেন, তাদের এখানেই ধন্যবাদ জানিয়ে যাচ্ছি!
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




