প্রথমেই আমরা জেনে নেই প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের ইতিবৃত্ত।
সুইস বংশোদ্ভুত কানাডার নাগরিক বার্নার্ড ওয়েভার প্রতিষ্ঠা করেন ‘দ্যা নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন’। বার্নার্ড ওয়েবার নতুন সপ্তাশ্চর্য নির্বাচনের সংগঠন প্রতিষ্ঠা করলেও এর সঙ্গে সুইস সরকারের কোন সম্পর্ক নেই। ২০০১ সালে পৃথিবীর মানবসৃষ্ট নতুন সপ্তাশ্চর্য নির্বাচনের জন্য সংগঠনটি নির্বাচনের ঘোষণা দিয়ে প্রতিযোগিতার আহ্বান করে। ফল ঘোষণা হয় ২০০৭ সালে। এ সময় সংগঠনটি দাবী করে তারা প্রায় ১০ কোটি এসএমএস ও ইন্টারনেটের মাধ্যমে ভোট পেয়েছে। এবার প্রতিষ্ঠানটি প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের উদ্যোগ নেয়।
পৃথিবীর ২২০টি দেশ থেকে ৪৪০টি স্থান প্রাথমিকভাবে প্রতিযোগিতায় অংশ নেয়। কিন্তু এ দৌড়ে শেষ পর্যন্ত শীর্ষে টিকে থাকে ৭৭টি স্থান। এরপর সেখান থেকে ২৮টি স্থান অংশ নেয় চূড়ান্ত পর্বে। ইন্টারনেট ও মোবাইল ফোনের মাধ্যমে প্রায় ১০০ মিলিয়ন ভোট চূড়ান্ত করে তালিকাটি করা হয়।
টেবিল পব’ত:
টেবিল পব’ত একটি বেলেপাথর পব’তশ্রেণী। দক্ষিন আফ্রিকার এ পব’তটি আসলে কয়েকটি পব’তের সমষ্টি। পাহাড়ের চুড়া পরিদশ’ন কিংবা কেবল গাড়ির মাধ্যমে পরিভ্রমন পয’টকদের জন্য অনেক বেশি আকষ’নীয়।
এই পব’তটি অবস্তিথ কেপটাউন শহরে।সমুদ্রপৃষ্ট থেকে ১০৮৬ মিটার বা ৩৫৬৩ ফুট উচুঁ।এর দুটি চুড়া পূবে’র ডেভিল পাক’ ও অপরটি লায়নস হেড।
এখানে আছে পব’ত কেবলওয়ে যা মানুষজনকে পব’তের নিচের স্টেশন থেকে উপরে নিয়ে যায়।এটির প্রচলন শুরু হয় ১৯২৬ সাল থেকে যা এখন অনেক উন্নীত।উপরের স্টেশনে আছে দুর্লভ শিল্পবস্তু দোকান, একটি রেস্টুরেন্ট এবং হাঁটার এবং প্রাকৃতিক দৃশ্য দেখার সুব্যবস্থা।
পব’তের সমতল উপরিভাগ প্রায়ই অরোগ্রাফিক মেঘ দ্বারা আবৃত থাকে যা গঠিত হয় যখন দক্ষিন পূবা’ভিমুখ শীতল বায়ু প্রবাহিত হয় এবং তা ঘনীভূত হয়ে গঠিত হয় তথাকথিত “টেবিল কাপড়” ।স্থানীয়দের মধ্যে এ নিয়ে একটি গল্প প্রচলিত আছে।তারা মনে করে মেঘ দ্বারা গঠিত এই “টেবিল কাপড়” হচ্ছে একজন ডেভিল আর স্থানীয় এক জলদস্যুর মধ্যে ধুমপান প্রতিযোগিতার প্রতীক বহন করে।
এখানে প্রায় ২ হাজার ২০০ প্রজাতির গাছ আছে। উপদ্বীপের বেলেপাথর , বিপন্ন প্রায় উপদ্বীপের গ্রানাইট , পেনিনসুলা যা সহজেই পাতলা - পাতলা পাতে বিভক্ত হয়ে যায় এমন একধরণের শ্লেটজাতীয় নরম শীলা পাওয়া যায়
প্রাকৃতিক সপ্তাশ্চর্য-১ :প্রকৃতির এক অপরিসীম সৌন্দয আমাজন নদী ও বন
প্রাকৃতিক সপ্তাশ্চর্য-২ : সৃষ্টির বিস্ময় হা লং বে উপসাগর
প্রাকৃতিক সপ্তাশ্চর্য-৩ : প্রকৃতির সত্যিকার বিস্ময় ইগুয়াজু জলপ্রপাত
প্রাকৃতিক সপ্তাশ্চর্য-৪ : মধুচন্দ্রিমা কাটানোর অন্যতম আকষ’ন জেজু দ্বীপ
প্রাকৃতিক সপ্তাশ্চর্য-৫ : জীববৈচিত্রের এক অন্যতম সংগ্রহশালা কমোডো জাতীয় উদ্যান
প্রাকৃতিক সপ্তাশ্চর্য-৬ :পাহাড় ও সাগরের চমৎকার ইকোসিস্টেম পুয়েত্রা প্রি পাতাল নদী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



