
প্রশান্তির পরশে খোদা ভরে দাও মন,
হৃদয়ে জাগিয়ে দাও তোমার স্মরন।
পাপের সকল ভাব মন থেকে মুছে,
পবিত্রতায় ধুয়ে সব পাপ যাক ঘুচে।
তোমার পথের পানে নাও টেনে নাও,
হেরার আলোয় এই জীবন রাঙাও।
ভালবাসা দিয়ে ভরে দাওগো আকাশ,
সকল প্রানীরে দাও শান্তির আবাস।
জোছনায় পাল্টে দাও মনের কালিমা,
পশ্চিমের গোঁধূলির যেন গো লালিমা।
হৃদয়ে হৃদয়ে দাও ভক্তির প্রশ্বাস,
সকলেরে কষ্টহীন জীবনের আশ্বাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


