বন্ধু, তুমি ভয় পেয়ো না-
মনে রেখো, কেউ আমাদের আটকাতে পারবে না-
কারো সাধ্য নেই, আমাদের থামিয়ে দেয়-
রুখে দেয় আমাদের দূরন্ত পথচলা-
কোনো হিংসুকের রক্তচক্ষুকেও আমরা পরোয়া করি না-
কোনো অদৃশ্য অপশক্তি রুখতে পারবে না আলোকের এ অগ্রযাত্রা-
আমরা ব্লগার-
পরিচিতিটা নিতান্তই ক্ষুদ্র আমাদের-
কিন্তু জেনে রেখো, আমরা আলোর সওদাগর-
আমরা জ্ঞানের মুক্ত ফরিয়া-
আলোকের-জ্ঞানের মুক্ত বিহঙ্গকে বেধে রাখে সাধ্য কার?
আমরা জ্ঞানের কথা বলি-
প্রজন্মকে আলোর-প্রজ্ঞার-সাহসের পথে ডেকে যাই অবিরাম-
আমরা বিশ্বজুড়ে বিপন্ন মানবতার অধিকারের স্বপ্ন দেখি-
প্রেম-ভালোবাসা-শান্তির জয়গান করি-
আর এরই আরাধনায় প্রতি দিন প্রতি প্রহর লিখে চলেছি-
বিমূর্ত ছন্দের একেকটি কবিতা-
এই স্বপ্নের ডিঙ্গিতে চড়ে-
আমরা দিগন্ত বিস্তৃত প্রান্তরে জোসনা বিলিয়ে যাই মুঠি মুঠি-
আটষট্টি হাজার গ্রাম ছাপিয়ে আমাদের আয়তন মাশরিক থেকে মাগরিব
জুনূব থেকে শিমাল-
ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সমগ্র ভূ-ভাগজুড়ে আমাদের দীপ্ত পদচারণা-
সামহোয়্যার ইন ব্লগের প্রিয় ডিজিটাল খেরোখাতাটা আমাদের বাংলায় আঁকিবুকির মাধ্যম-
আমাদের কথা বলার অবাক করা কন্ঠস্বর-
আমাদের লক্ষ প্রাণের বিমুগ্ধ স্পন্দন-
আমরা এখানে বাংলায় কথা বলি-
বাংলাকে ভালোবেসে ছুটে যাই পৃথিবীর প্রতিটি প্রান্তে-
আকাশে-বাতাসে-নগরে-বন্দরে আমাদের সরব উপস্থিতি-
বিশ্ব মানচিত্রের চৌহদ্দিতে পরিয়ে দিই বাংলা ভাষার আদুরে টিপ-
হতে পারে এ আমাদের ক্ষুদ্র প্রয়াস-
তবু বাংলা ভাষাকে বুকে আগলে রাখি অহর্নিশ-
প্রিয় মাতৃভাষাকে আমরা সযতনে ছড়িয়ে দিই বিশ্বময়-
বাংলা ভাষাকে ভালোবাসি যে অনেক অনেক-
ছবি: অন্তর্জাল।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১০:১৯