
সময় নির্দেশের ক্ষেত্রে AM ও PM ব্যবহার করার রহস্য
সময় নির্দেশের ক্ষেত্রে AM ও PM কেন ব্যবহার করা হয়, এর কারণটা জেনে রাখা ভালো। আমমরা অনেকেই বিষয়টি সঠিকভাবে জ্ঞাত নই। চলুন, আজ জেনে নিই সময়োল্লেখের পরপরই এই AM ও PM লেখার এর রহস্য।
বস্তুতঃ সময় আমাদের জীবনের অতি মূল্যবান একটি বিষয়। একটা সময় ছিল যখন সময় নিরুপনেও মানুষকে অনেক কাঠখড় পোড়াতে হতো। সূর্য, চাঁদ কিংবা আকাশে থাকা তারকাদের দিকে তাকিয়ে অনুমান করে করে সময় বুঝে সেই অনুসারে টাইম মেইনটেইন করে জীবন পার করারও একটি সময় অতিবাহিত হয়েছে এই পৃথিবীতে। তখন দেয়াল ঘড়ি বা হাত ঘড়ি ইত্যাদি যেমন ছিল না, তেমনি মোবাইল, কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল মাধ্যমেরও চিন্তা করা যেত না। এসব তখন মানুষের নাগালের তো বটেই, চিন্তারও বাইরে ছিল। নাহ, সেই দিনগুলো আজ আর নেই। আমরা আধুনিকতার স্পর্শে জীবনকে সহজ করে নিতে সক্ষম হয়েছি। হাতের নাগালে এখন বলতে গেলে প্রয়োজনীয় সবকিছু। এক মোবাইলেই পাওয়া যায় কত কি! কি নেই মোবাইল ফোনে! অডিও, ভিডিও করার সুবিধা, ছবি তোলার ব্যবস্থা, এমনকি বিগত কিংবা আগত শত কিংবা হাজার বছরের ক্যালেন্ডারের সময়, তারিখ, বছর, মাস, দিন, ঘন্টা, মিনিট থেকে শুরু করে সেকেন্ড পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ সময়ের সঠিক নির্দেশনাসহ কত কিছু! শুধু মোবাইল ফোনের মাধ্যমেই সময় দেখা নয়, আধুনিক যুগে সময় নির্ধারণ ও নিরুপনে নানাবিধ পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। বর্তমান সময়ে হাত ঘড়ি, দেয়াল ঘড়ি ও কম্পিউটার, ল্যাপটপ থেকে শুরু করে অনেক ডিভাইসেই সময় দেখতে পারি আমরা। এসব ডিভাইসের টাইম ডিস্পেলেতে সময় ভেদে আমরা AM ও PM কথাগুলো দেখতে পাই। অনেক সময় প্রশ্ন জাগে, এই AM ও PM দ্বারা কি নির্দেশ করা হয়? এই শব্দ দু'টি লেখার পেছনে রহস্য কি?
কখন AM এবং কখন PM ব্যবহার করতে হয়?
মূলতঃ দিনের বেলা যখন মধ্যাহ্ণ হয়, অর্থাৎ, দুপুর ১২ টা বেজে যায় তখনই সময় উল্লেখ করার পরে PM শব্দটি ব্যবহার করা শুরু হয় এবং এটা চলতে থাকে রাত ১২ টা পর্যন্ত। একইরকমভাবে রাত ১২ টা বেজে গেলেই সময়ের পরে AM ব্যবহার করা শুরু হয়। আরও ক্লিয়ার করে বললে, রাত ১২ টা থেকে শুরু হয়ে পরের দিন সকাল ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত AM লিখতে হয় এবং দুপুর ১২ টা থেকে শুরু করে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ব্যবহার করতে হয় PM কথাটি।
AM এবং PM এর পূর্ণরূপঃ
AM শব্দটি মূলতঃ ল্যাটিন ভাষার দু'টি শব্দ। এর পূর্ণরূপ হলো Ante meridiem ইংরেজিতে বলা যায় Before noon। Ante অর্থ- পূর্বে বা আগে, আর meridiem অর্থ মধ্যাহ্ন, দুপুর বা দ্রাঘিমা বুঝায়। এক্ষেত্রে Ante meridiem দ্বারা মধ্যাহ্ন পূর্ব সময়কে নির্দেশ করা হয়। অর্থাৎ, Ante meridiem দ্বারা মধ্যাহ্ন বা দুপুর ১২ টার পূর্ব থেকে পেছনের অর্থাৎ, বিগত মধ্যরাত বা রাত ১২ টা হতে সময়সীমা নির্দেশ করে।
আর ল্যাটিন শব্দ Post meridiem এর সংক্ষিপ্ত রূপ AM ইংরেজিতে যাকে বলা হয় After noon। এক্ষেত্রে post meridiem দ্বারা মধ্যাহ্ন পরবর্তী সময়কে নির্দেশ করা হয়। অর্থাৎ, post meridiem দ্বারা মধ্যাহ্ন দুপুর ১২ টার পর থেকে মধ্যরাত বা রাত ১২ টা পর্যন্ত সময়কে বুঝানো হয়ে থাকে।
পরিভাষা Terminology:
The term meridiem means Midday
ante means Before
Post means After
The term Ante Meridiem (a.m.) means before midday
and
Post Meridiem (p.m.) means after midday.
শুভকামনা সকলের জন্য।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




