ডোডো, পিগমি, প্রশ্নফাঁস জেনারেশন, ইডিয়ট, জল্লাদ, গার্বেজ ইত্যাদি শব্দের যথেচ্ছ প্রয়োগ এখনও সমানতালেই চলছে এই ব্লগে। এসব নেতিবাচক শব্দে মানুষকে হেয় প্রতিপন্ন করার কারণে ইতোপূর্বে বহু কিছু হয়ে গেলেও পুরনো সেই প্রাকটিস রয়ে গেছে বহাল তবিয়তেই।
এমনকি, এই ব্লগে এখন এমন প্রচারণা চালাতেও দেখা যাচ্ছে যাতে বলা হচ্ছে- এখন সমন্বক, বা বৈষম্য-বিরোধী ইত্যাদি যা শুনছেন, ১৯৭১ সালে এরাই রাজাকার ও আলবদরে নাম লেখায়েছিলো।
আহা! কী মধুর উক্তি! নিকৃষ্ট খুনী ফ্যাসিবাদ হটিয়ে যে অকুতোভয় তরুন প্রজন্ম জীবন বাজি রেখে, শত শত মানুষের প্রাণের বিনিময়ে ২০২৪ এ ১৬ বছরের দুঃশাসনের যবনিকাপাত ঘটিয়ে দেশকে মুক্ত করলেন, দেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে সুযোগ করে দিলেন, তারাই না কি রাজাকার ও আলবদরে নাম লিখিয়েছিল ১৯৭১ এ! কী আর বলি! ভাষা হারিয়ে ফেলার যোগার!
১৬ বছরে দেশের বিলিয়ন বিলিয়ন সম্পদ পাচার করেও এদের ক্ষুধা মেটেনি। ১৬ বছর যাবত ভারতের পা চেটে আজীবন ক্ষমতা কুক্ষিগত করে রাখার স্বপ্নে এরা বিভোর ছিল। বিনিময়ে প্রভূ ভারত যা চেয়েছে তা-ই দেওয়া হয়েছে। যেভাবে চেয়েছে সেভাবেই দেওয়া হয়েছে। যতটা চেয়েছে ততটা দেওয়া হয়েছে। এভাবেই ভারতের স্বার্থে দেশটাকে ফতুর করার পরেও এদের মুখে "জয় বাংলা" বড়ই বেমানান!
এদের বরং বলা উচিত "জয় ভারত"। "জয় বাংলা" বলে লুটেরা দস্যুদের দৃষ্টিকটু সেই পুরনো আস্ফালন এ দেশের মানুষ পুনরায় আর দেখতে চায় না।