সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার হৃদয়ছোঁয়া শুভকামনা! এই ঈদ আমাদের জীবনে ত্যাগ, ভালোবাসা, এবং ঐক্যের পবিত্র বার্তা নিয়ে আসুক। ঈদুল আযহা আমাদের হৃদয়ে সহানুভূতি, ক্ষমা, এবং মানবতার আলো জ্বালিয়ে তুলুক। এই মহান উৎসবে আমরা সবাই একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করি, অভাবীদের পাশে দাঁড়াই, এবং সমাজে শান্তি ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করি।
আসুন, হযরত ইব্রাহিম (আ.)-এর অপূর্ব ত্যাগ ও আল্লাহর প্রতি অটল আনুগত্যের মহিমা স্মরণ করে আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ করে তুলি। এই ঈদে পরিবার, বন্ধুবান্ধব, এবং প্রিয়জনদের সাথে আনন্দময় মুহূর্ত কাটানোর পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিতদের প্রতি আমাদের দায়িত্ব পালন করি। তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি, কারণ ঈদের প্রকৃত আনন্দ তখনই সম্পূর্ণ হয় যখন আমরা সকলে মিলে হাসি-খুশিতে মেতে উঠি।
বিশ্বের দিক দিগন্তে কোটি কন্ঠে উচ্চারিত হোক:
الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।
অর্থ: আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং আল্লাহ মহান, আল্লাহ মহান, এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।
الله أكبر كبيرًا، والحمد لله كثيرًا، وسبحان الله بكرة وأصيلًا
আল্লাহু আকবার কাবিরা, ওয়ালহামদুলিল্লাহি কাসিরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াছিলা।
অর্থ: আল্লাহ অতি মহান, এবং সকল প্রশংসা বহুগুণে আল্লাহর জন্য, এবং সকাল-সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করি।
এই তাকবিরের মাধ্যমে আমরা আল্লাহর মহিমা কীর্তন করি এবং তাঁর প্রতি আমাদের অগাধ কৃতজ্ঞতা ও ভক্তি প্রকাশ করি। এই পবিত্র উৎসব আমাদের মনে আল্লাহর প্রতি ভয়, ভালোবাসা, এবং আনুগত্যের চেতনাকে আরও জাগ্রত করুক।
এই ঈদে সবার জীবন সুখ, শান্তি, এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। সকলের প্রতি রইলো আমার হৃদয়ের গভীর থেকে উঠে আসা শুভকামনা। ঈদ মোবারক!
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০২৫ বিকাল ৩:০৬