
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ষড়যন্ত্রমূলক গোলটেবিল আলোচনা অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান, সাংবাদিক মঞ্জুরুল আলমসহ ১৬ জনকে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা চলছে। এটি ফ্যাসিবাদী চক্রের বিরুদ্ধে প্রতীকী প্রতিরোধ।
গত ১৬ বছরে মুক্তিযুদ্ধের চেতনার নামে জনগণের জীবন বিষাক্ত ও দেশকে বিচারহীনতার অন্ধকারে ডুবিয়েছে ফ্যাসিবাদীরা। এই ঘটনা প্রমাণ করে, তাদের অন্ধকার স্বপ্ন আর বাস্তবায়ন হবে না। জুলাই যোদ্ধারা ফ্যাসিবাদী শক্তিকে রুখে দিয়েছে।
সচেতন নাগরিকদের ঐক্য, মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষাকারী দল ও জনগণের একত্রিত প্রতিরোধই ফ্যাসিবাদ ও ক্ষমতার লোভী শক্তিকে পরাজিত করবে। সচেতনতা, শিক্ষা ও সামাজিক আন্দোলনের মাধ্যমে এই লড়াই জোরদার করতে হবে। মুক্ত বাংলাদেশ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চলবে—ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



