
ব্লগ আসলে এক ধরনের মুক্ত মঞ্চ। এখানে প্রত্যেকে নিজের ভাবনা, মতামত, অভিজ্ঞতা ও জ্ঞানের আলো ভাগাভাগি করেন। এই মঞ্চে কারও আসল পরিচয় হচ্ছে তার লেখা, যুক্তি, বিশ্লেষণ এবং উপস্থাপন ভঙ্গি।
কিন্তু দুঃখজনক হলো, কেউ কেউ ব্লগে এসে লেখার মান বা যুক্তির জোরে না দাঁড়িয়ে বরং নিজেকে আলাদা পরিচয়ে তুলে ধরতে চান- “আমি মুক্তিযোদ্ধা”, “আমি ডাক্তার”, “আমি প্রফেসর”, কিংবা “আমি ইঞ্জিনিয়ার”, "আমি অমুক", "আমি তমুক" ইত্যাদি। এ ধরনের পরিচয় আসলে বাড়তি সুবিধা আদায়ের এক প্রকার প্রচেষ্টা। যেনো তার বক্তব্যকে সমালোচনার ঊর্ধ্বে রাখা যায় বা অন্যদের চেয়ে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করা যায়, কিংবা বিশেষ মর্যাদা দাবি করা যায়।
বাস্তবে ব্লগের জগতে এসব বাহ্যিক পরিচয়ের কোনো মূল্য নেই। এখানে যার লেখার ভেতর যুক্তি আছে, প্রমাণ আছে, আন্তরিকতা আছে, হৃদ্যতা আছে, দেশপ্রেম আছে, নৈতিকতা আছে- তিনিই গ্রহণযোগ্য। আর যার লেখায় ফাঁপা বুলি, অহেতুক দম্ভ বা পরিচয়ের ভরসা, তার লেখা পাঠকের কাছে টিকে থাকে না।
তাই ব্লগে সবচেয়ে বড় পরিচয় হলো- “আমি একজন ব্লগার”। বাকি সব পরিচয় ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু ব্লগে আসল পরিচয় শুধু লেখার শক্তি ও সততা।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



