
@জেনারেশন একাত্তর,
আহা রে, আপনার সাঙ্গপাঙ্গরা কই! কই গেলেন আপনারা! কোথায় লুকোলেন! আপনাদের আম্মাজানই বা কোথায়! আপনাদের সেই আম্মাজান, যাকে এক নামে সবাই চেনে ফ্যাসিবাদী খুনিদের পলাতক মাফিয়া রানী ওরফে ভিনদেশী তাবেদার হিসেবে, তার জন্য আসছে ১৭ নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চমৎকার উপহার! আহারে, নোবেল পাওয়ার কত খাহেশ ছিল তার! কতইনা হা হুতাশ করতেন তিনি নোবেল পাওয়ার জন্য! যাক, নোবেল পাননি বলে আফসোস করে লাভ নেই, এবার নিশ্চিতভাবেই তিনি পেয়ে যাবেন একটা 'স্পেশাল অ্যাওয়ার্ড'! সুতরাং, এই শুভক্ষণে, এই অসাধারণ মাহেন্দ্রক্ষণে চলে আসুন না ঢাকায়! এত বড় পুরস্কার, গ্রহণ না করলে কেমনে হয়! না এলে এটা তো হবে এমনই ঘটনা, যেন কোনো হলিউড স্টারকে অস্কার ছাড়া ফেলে রাখলেন! সুতরাং, আসুন, ঢাকা আসুন, দ্রুত আসুন বিশাল এই পুরষ্কার গ্রহণ করুন!
তাকে এই পুরষ্কার দেওয়া হবে ২০২৪ এর জুলাইয়ের রক্তাক্ত গণ অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে, যেখানে ছাত্র-জনতার রক্তে ভেজা রাস্তাগুলো এখনো চিৎকার করছে, হাহাকার করছে। হাজারও মায়ের বুক খালি করার অপরাধের পুরষ্কার আদালত তাকে বুঝিয়ে দিবে। কিন্তু আশ্চর্যের বিষয়, রায়ের প্রাক্কালে এই সময়ে তাকে দেখা যাচ্ছে না কোথাও! না আদালতে তার ছায়া আছে, না দেশের কোনো কোণে তার সেই অট্টহাসির ধ্বনি শোনা যাচ্ছে! ইহার কারণ কী? তিনি কি তাহলে ভারতের কোনো অলিগলিতে লুকিয়ে আছেন? দেশের মানুষ তো তার চিন্তায় পাগল, অস্থির! তিনি কখন আসবেন? না আসলে তার পুরস্কার কে গ্রহণ করবে? আপনি করবেন? তাহলে এসে পড়ুন! চলে আসুনরে ভাই!
আরে বাপ রে, মানুষের দুই চোখে ঘুম নেই! সবার একটাই দাবি, ভিনদেশী তাবেদার আপনাদের আম্মাজান দেশে আসুন, চলে আসুন তাকে নিয়ে, আগে সময় না পেলে অন্ততঃ রায়ের দিনটাতে ঢাকায় ল্যান্ড করুন, দেখবেন ফুলের তোরণ সাজিয়ে আপনাদের স্বাগত জানাবে এদেশের মানুষ!
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


