না ভোরবেলাতেও নয়,
না পড়ন্ত বিকেলেও নয়,
........ ওটা ছিল নিতান্তই
-সোনালী রোদের এক ঝলমলে দুপুর।
রোজদিনের মতোই বাড়িতে একটা খন্ডযুদ্ধ বাধিঁয়ে-
পথে নেমে এসেছিলাম!
না সেদিন বৃষ্টি হয়নি,
হয়নি মন খারাপ করা মেঘের আনাগোনা।
শুধু শরতের স্ফটিকস্বচ্ছ আকাশে-
দু'একফোটা জলকণার মতো মেঘ-
........মোটামোটি আগুন মেজাজেই ছিলাম সেদিন,
কে জানতো-আকাশ এত সুন্দর হয়!
সেদিন পথে কোন জল জমেনি-
ধুলোও উড়ছিল না কোন-
সবার মাঝেই এক আমুদে আমেজ-
চোখের তারায় ভালোবাসা-
হঠাৎ সেদিন দুপুরবেলা,
রাস্তাগুলো ভীষনই ফাঁকা মনে হলো-
.......কে জানতো পথ চলতেও এতো আনন্দ হয়!
না, সেদিন ডানহাতের মুঠোতে কোন প্রেমিকার হাত ছিল না-
কারও স্বপ্নে জেগে থেকেও বিভোর হইনি-
শুধু ছিলো-
সোনালী রোদ - মেঘের জলকণা
আর একটা নিঃসঙ্গ - অথচ হাসিখুশি রাস্তা।
ইচ্ছে হলো এবার এদেরকেই ভালোবেসে ফেলি,
..........হয়ে যাক প্রেম।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০০৮ সকাল ১০:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




