গতকাল রাতে,
কাক ভেজা হয়ে আবিস্কার করলাম-
বৃষ্টি পড়ে ল্যাম্পপোস্ট থেকে।
ডানে-বাঁয়ে,
আগোছালো কদম ফেলে
অনেকটা পথ পাড়ি দিলামঅ
ল্যাম্পপোস্টের সাদা আলোয়
আমার কালো ছায়ায়,
অদ্ভূত আলো-আধাঁরী খেলা।
আরও ভাবলাম প্রেম মরে গ্যাছে,
আলস্যজনিত কারনে গোর করা হয়নি,
তাই স্মৃতিগুলো নিয়তই বাঁসি-পঁচা গন্ধ ছড়াচ্ছে।
ভাবতে ভাবতে-
সাম্প্রতিক লম্বা হওয়া চুলে হাত চালিয়ে দিলাম।
কিচ্-কিচ্ বালি;
হাত মুঠো করে ল্যাম্পপোস্টের আলোয় মেলে ধরলাম।
নাহ্, কিচ্ছু দেখা যা্য় না,
চুলে আবার হাত চালালাম-
কিচ্-কিচ্ বালি।
আরও এগোলাম-
ভাবতে লাগলাম-
আরও আবিস্কার করলাম-
প্রত্যেকটা ল্যাম্পপোস্টের
আলাদা আলাদা গল্প আছে।
কারও আলো হলুদ,
কারও আলো সাদা,
কারও আলো খুব উজ্জ্বল,
কারও আলো দূর্বল,
প্রত্যেকের নিচের অংশ যেটা মাটির সাথে মিশেছে-
সেগুলোর পরিবেশটাও আলাদা।
ওদের সবার কাছেই খানিকটা দাঁড়িয়ে,
ওদের গল্প শুনলাম-
ওরা রাত্রিতে ভিষণ আনন্দে থাকে।
বাসার কাছে এসে একটা ল্যাম্পপোস্টের নিচে বসে,
দুটো জুতোই খুলে ফেললাম,
প্রা্য় দুই লিটার জল জমেছে।
জল ঝেড়ে ফেলে বাসা্য় আমার শোবার ঘরে ঢুকলাম;
দেখলাম- বারান্দার দিকটার ল্যাম্পপোস্টটা,
আমার দিকে তাকিয়ে হাসছে।
বুঝলাম আজকের গল্প শুনতে চায়,
ভাবছি-এবার ওর সাথেই প্রেম করবো।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০০৯ সকাল ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




