আজকাল সবকিছুতেই আমার ভয়
পোকা-মাকড়, কীটপতঙ্গ আর লোকানো ঈশ্বর
সবকিছুতেই...
যে আমি সামনের দিকে দৌঁড়াতে থাকি অবিরাম
একান্ত নিজের ইচ্ছাপুরণের অভিলাষে
অথচ ভয় আমাকে আঁকড়ে ধরে--
পিছন থেকে ধেয়ে আসে আমারই ছায়া।
আজকাল নিজের ছায়াতেও আমার ভয়।
হাতের আঙুল, পায়ের নখ আর
বুকের লোমগুলোকেও মাঝে-মাঝে মনে হয় বিদ্রোহী শাবক--
রাতের আলো-আঁধারিতে চিরপরিচিত জানালার শিকগুলোও হয়ে ওঠে
ভুতের হাড়গুড়।
আজকাল নিজের অস্তিত্বেও আমার ভয়...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


