আওয়ামী লীগে যোগ দিলে সাইদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হতো কি না সন্দেহ। কিন্তু তিনি জানতেন না যে জামাতের রাজনীতি করলে তাকে ধরা খেতে হবে। তাই জামাতে যোগ দিয়েছিলেন।
আমার যতদুর স্মরণ হয় তাতে করে তিনি ১৯৮৬ সালের দিকে ওয়াজ নসিহত শুরু করেন। তখন তার বিরুদ্ধে কোন অভিযোগ কাউকে করতে দেখিনি। এমনকি গত আওয়ামী লীগ সরকারের আমলেও কোন অভিযোগ আনা হয়নি। এবার কি থেকে কি হলো আওয়ামী লীগের সাথে জামাতের দা কুড়াল সম্পর্ক হয়ে গেল? অথচ বিগত সময়ে আওয়ামী লীগ জামাতের সাথে একইভাবে যুগপৎ বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে।
আমার মনে আছে তখন বিশ্ববিদ্যালয় হতে পায়ে হেঁটে, খানিকটা রিক্সায় করে আবার হেঁটে রাজশাহী থেকে নাটোর এসেছিলাম। কারণ আওয়ামী লীগ জামাত মিলে বিএনপির বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারে দাবিতে অসহযোগ আন্দোলন করেছিল। মাত্র টানা ২২দিন অবরোধ করে রেখেছিল। বিএনপিকে একেবারে ঘরে তুলেছিল, তারা বাইরে বের হতে পারেনি। হাতে টাকা পয়সা তেমন ছিল না। কত কষ্ট করতে হয়েছিল সে সময়।
নিয়তির কি নিদারুণ পরিহাস আজ আবার তারা মতায় এসে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করলো। এবং বিএনপি সেই আওয়ামী লীগের পূর্বের দাবিতেই আন্দোলন করছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




