আজো প্রকৃতি হাত মেলে দাড়িয়ে আছে...
তুমি কাছে যাবে বলে; তোমার খানিক স্পর্শে
লোকালয়ের স্বাদ নেবে বলে,
হাতছানি দিয়ে তোমায় বারবার ডাকে।
সারাটা জীবন ধরে যা জমিয়েছে, কামিয়েছে,
তার হিসাব নিবে বলে তুমি আসবে, আসবে
তার সবুজ রঙের শীতল আঁচল তলে।
শত যুগ যুগ ধরে তোমায় নিয়ে কত
স্বপ্ন দেখেছে; আজো দেখে চলছে তার
নিরলস অসীমতার স্পন্দনে।
তোমার সারা জনমের কুলষ জটিলতা
রুদ্র আলোয় সারাবে বলে আজো চলে দর্নিবান্তে।
নিজের রিক্ত করে, শক্ত করে ত্যাগ করেছে
কোমল স্বকীয়তা, আত্মতৃপ্তি, পরমাত্মার উপহার।
এরপর তুমি স্বাধীন তৃপ্তিবোধে
মুর্ছনা জাগিয়েছ তোমার উত্সুক হৃদয়কে
শত কর্মব্যস্ত করে বাহুল্য জগতের নিয়ম মেনে
তুমি তারে করেছ অবজ্ঞা, ঘৃণা।
কে বলে তুমি আছ তোমার মাঝে ?
তুমিতো নয়! প্রখন্ড এক কালো বরফ
তোমার ঝাঝালো উত্সুক হৃদয়কে
করে দিয়েছে বাহ্য প্রাণের কঠিন প্রলাপ।
তারপর সভ্যতার ইতিহাসে তুমি শ্রেষ্ঠ
সার্থক এক মহান মানুষ...।
উত্সর্গঃ জন রোমেল কে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




