হঠাৎ অবাধ্য কঙ্কণের শব্দ শুনে পেছনে ফিরে
হতবাক আমি; এ কি! তুমি?
নাহ্, ভূল দেখছি না আমি, তুমিই তো; সেই তুমি…
দীর্ঘ সাত বছর আগের তুমি, আজ শত মানুষের ভীরে।
পালাব যে তার পথ দেখছি না আমি;
কি করে পালাব! সাত বছর পর দেখা, এ দেখা সেই দেখা নয়,
পিছনে ফিরে তাকাবার পথ আগলে সামনে তোমার ধাবমান সময়
বদলে গেছে, বদলে গেছ তুমি!
সাত বছর রাস্তায় রাস্তায় ঘুরে যে সাহস সঞ্চয় করেছি
তা এক বিন্দু চোখের জল হয়ে গড়িয়ে পড়ে এখন;
বেশ ভালো দেখছিতো তোমায়; উচ্ছল তোমার মন।
তুমি গড়ে নিয়েছো তোমার জগত; আর আমি, সেই আছি তো আছি।
প্রশস্ত রাস্তা আজ কোথায় এনে দাড় করালো আমায়;
সময়ের ব্যবধানে তফাৎ আজ আমাদের মাঝে,
সেই ভালোবাসা লেজ গুটিয়ে নিয়েছে লাজে।
তাই চাইলেও পাইনা আজ কোন কাজে অসহায় ভালোবাসা তোমায়।
বেলা ৩.২০ ঘটিকায় ২৭ শে মার্চ ২০১১ ইং।
মোহাম্মদপুর, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




