অনেক যুগ কাটিয়ে দিয়ে,
আজ এ যুগের প্রান্তে দাড়িয়ে
তোমায় খুঁজতে খুঁজতে ফিরে এসেছি সেই যুবকদের দলে।
তোমার আশায় ক্লান্ত মনে
নরকের দুয়ারে বসে কাটিয়ে দিয়েছি-
কত-শত অন্ধকার রাত;
অথচ, আজ একটি রাত ভয়ে কাটাতে পারিনা।
হাওয়ায় হাওয়ায় ভেসে কোথায় যে চলে গেছে
সেই দিন, সেই রাত-
পৃথিবীর বুকে অশান্ত প্রলয়ের দাপটে
নড়ে গেছে রাত্রির নক্ষত্রের স্থান, সব ক্লান্তি
আর আশাতীত ভালোবাসা জেগে উঠেছে
রূপসাগরের বুকে,
ঠিক এইখানে থেমে থাকা
ভালোবাসার তরী
ঘুমাইছে বুকের ভেতর,
-শুধু শেষ-নিশীথের ছায়া
কামনার কবর-স্থানে
গোলাপ হয়ে উঠলো ফুটে
আমার বুকের উপর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




