নিজ হাতে খেতে বড় কষ্ট হয়
খুঁজি তোমায় একটু খাইয়ে দিবে বলে
কেউ ডাকে না আপন ভেবে
করে না আদর তোমার মত করে,
রাঙ্গিয়ে চোখ কেউ করে না শাসন
রোদেলা দুপুরে খেলতে গেলে
কত রাত কেঁদেছি তোমায় ভেবে
দক্ষিনের জানালা আলতো খূলে
অন্ধকারে ঘাবড়ে গিয়েও
খূঁজেছি তোমায় আপন মনে;
কিছু বুঝে না উঠতেই মিলিয়ে গেছ
কুয়াশাচ্ছন্ন রাতের আকাশের মেঘে
চাঁদের মত উঁকি দিয়ে আমায় দেখছ
আর হাসছো,আমায় কাঁদতে দেখে
ভাবি কেঁদে কি হবে?
অভিমান পুশে রাখি বুকে
আবার জন্ম নিবো তোমার কোলে
চলে যাবো তোমার মত করে
মা,তোমায় কাঁদাবো বলে....
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




