সূর্যটা হেলে পড়ছে দিগন্তের দিকে
আকাশে নামছে এক আলোকিত আঁধার
কারণ,গোধূলি আসছে দিনশেষে।
রাজপথে যেন এক সুবিশাল যান্ত্রিক শিথিলতা
মানুষের চেহারায় ঘরে ফেরার টান
কারণ, গোধূলি আসবে বলে।
বিবর্ণ প্রকৃতির চেহারায় স্পষ্ট ক্লান্তির ছাপ
সে যেন আলোর বোঝা বইতে পারছে না
গোধুলির আগমনে।
এক কিশোর হিরন্ময় বসে আছে নদী তটে
সে তার স্কুলের পোশাক পাল্টায়নি
বাড়ি যাবার তারা তার চোখেমুখে
মায়ের বকুনি হয়তবা খেতে হবে
কিন্তু কোন জাদুবলে সে আটকে আছে
দিবাকরের যাত্রার শেষ দেখে যাবে সে।
সারাদিন পড়াশুনার অসুস্থ চাপ থেকে মুক্তি পেয়ে
এক শহুরে কিশোরী এসেছে বাড়ির ছাদে
বুনো হাওয়ায় তার চুল উড়ছে অশান্তভাবে
তবুও ঘরে যাবার তাগাদা অনবরত
কারণ, অন্ধকার আলোকে গ্রাস করবে।
এটি একান্তই নিজস্ব কিছু সময়
মানুষ হারিয়ে যায় নিজের মাঝে
যেমনটি হারায় রবি দিগন্ত পারে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




