
একটি বিকীর্যমান রোদ বিছিয়ে দেয়া শারদ-দুপুরে,
ক্লান্তির ছাতাকে মাথায় নিয়ে পদব্রজ কোন পদাতিক
হয় পথভুল করে অথবা পথ নিজেই ভুলে সঁপে দেয়
শেষ হয়ে যাওয়া গন্তব্যকে , কোন এক হর্ষের গরজে।
বিকীর্ণ রোদে বিদীর্ন হতে হতে , কখনও বা নোনা ঘামে ভেজা ঠোঁটে
নির্ধনী হাসি ফুটিয়ে , আপ্লুত হয়ে হেঁটে চলে সে
আর আবৃত্তি করে চলে হারানো পঙক্তিমালাগুলোকে
কখনো প্রেমকণ্ঠে আর কখনওবা গর্জে ।
আমি এক ব্রাত্য প্রব্রজ্যা ,
আহত মন আর পরাহত জীবনের জোয়ালকে সাথী করে
সারথি হতে চাই এমন কোন পদাতিকের
যার সাথে পাড়ি দেয়া যাবে ক্লান্তিকর পথ, পাথুরে পদব্রজে।
তার সাথে আমার তফাত যেন এক সমুদ্দূর
কবে আমার পদাঘাতে অবনত হবে আমার চেনা রোদ্দূর ?
শুভ জন্মদিন ব্লগার পদাতিক চৌধুরী, আপনার আগামি সুন্দর হোক আর সামুর সাথে আপনার পথচলা হোক আমরণ !!
-নিবর্হণ নির্ঘোষ ।
বিঃদ্রঃ ছবিটা ওনার ফেসবুক আইডি থেকে নেয়া ওনাকেই না জানিয়ে !!
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




