প্রতিদিন আশা করে থাকি আজ হয়তো তোমার সাথে কথা হবে, হুট করে দেখব তুমি জানতে চাচ্ছ আমি কেমন আছি, তুমি কেমন আছ সেটাও জানাবে সাথে সাথে, কিন্তু আমার এই আশা কখনো পূরণ হয়না, অপেক্ষাগুলো একসময় ক্লান্ত হয়ে যায়, কিন্তু জানো অপেক্ষাটা কখনো থেমে যায়না।.
আর সেজন্যই , যেখানে তোমার একটুখানি ছোয়া পাওয়া যেতে পারে, সেখানেই পাগল হয়ে খুজি তোমাকে , লক্ষবার দেখা তোমার মুখটা তৃষ্ণার্তের মত আবার দেখি , বারবার দেখি ... তোমার ছবিটার পাশে যেই কথাটা লিখে রেখেছ তোমার ভালবাসার মানুষটাকে, কাঙালের মত ভাবি হয়তো সেটা আমাকেই লিখেছ কিন্তু আমি জানি আমি ভুল , ওই লেখাটা আমার জন্য না .. তারপরেও কেন যে এই পাগলামি আমার...
জানো, আমার খুব জানতে ইচ্ছা করে, তুমি কি একটিবারের জন্য ভাবনা আমার কথা, তোমার কি একটিবারের জন্য ও মনে হয়না আমার সাথে কতদিন কথা না বলে আছ তুমি, কত দিন কোনো যোগাযোগ নেই দুইজনের, সত্তি করে বলত, একটু কষ্ট কিহয়নাা তোমার আমার জন্য .. ভুল করেও কি একটু অপেক্ষা করনা আমার জন্য আমি যেভাবে করি সারাটাবেলা.... সচেতনে, অবচেতন মনে ....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






