বেশ কিছুদিন থেকে আমি ব্লগে আসার চেষ্টা করতে গিয়ে দেখি কিছুতেই আসতে পারছিনা । বারবার একই কথা লেখা আসছে "সার্ভার রক্ষণাবেক্ষণের কাজ চলছে।" গুগলে একটা লিঙ্ক খুঁজতে গিয়ে দেখি সামহোয়্যারইন ব্লগে সেটা আছে । ক্লিক করেই দেখি বেশ সুন্দর ভাবে আসতে পারলাম । তবে মজার ব্যাপার হলো , আমার লেখা সব পোষ্টগুলো একসাথে দেখতে পারছিনা , আর আমার ঘরে গিয়ে নতূন লেখা পোষ্ট করতে পারবো , কিন্তু পুরোনো সব লেখা একসাথে দেখা যাচ্ছেনা । আমি গত মাস থেকে একটা ধারাবাহিক লেখা লিখছি আর তার দুটো ভাগ এখানে পোষ্টও করেছি । আর সেটা এখনকার পরিস্থিতি নিয়ে । কিন্তু এই লেখাটির পরেও আমি আমার ব্লগের ঘরে যেতে পারছিনা । সত্যি বলতে কি আমি লিখি আমার মনের সহজ-সরল ভাবনা । কিছু জিজ্ঞাসা থাকে , সেসবের উত্তর জানার ইচ্ছে থেকেই লিখে যাই । আমি পেশাদার লেখিকা নই । আমার সাথে যা করা হচ্ছে , তাতে কষ্ট হচ্ছে । আর অনেক ব্যস্ততার মধ্যে মাঝে-মধ্যে একটু-আধটু লিখি আর সেসব সবার মাঝে ছড়িয়ে দেই , যাতে জ্ঞানার্জন করতে পারি । যাক আর কিছু বলার নেই । তবে ব্লগ কর্তৃপক্ষের কাছে অনুরোধ এভাবে বাক্ স্বাধীনতায় বাধা না দিতে । আমি এমন কোনো সাম্প্রদায়িক আলোচনা তুলে ধরিনি , বরং যা হচ্ছে তা নিয়েই আমার জিজ্ঞাসা । যাক আর কিছু বলার নেই । আমি একটা লিঙ্ক দিচ্ছি , সেটা আমার ব্লগের লিঙ্ক । সেটা দেখলেই আরোও সহজে বুঝবেন সকলে আমি কি বলতে চেয়েছি । সকল নিরপেক্ষ এবং অসাম্প্রদায়িক মনের ব্লগারদের যারা মানবতাকেই তাদের একমাত্র ধর্ম বলে পরিচয় দিয়েছে তাদের সকলকে আমার শুভেচ্ছা । ভালো থাকুন নিরন্তর ।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




